সংবাদ বিজ্ঞপ্তি ::
কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশাল জনসভা সফলভাবে সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মীসহ সংশ্লিষ্টদের প্রতি কৃজ্ঞতা জানিয়েছে জেলা আওয়ামী লীগ। দলীয় সভানেত্রীর উপস্থিতিতে হাজার হাজার নেতাকর্মী ছাড়াও লাখ লাখ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বেশ প্রশংসা কুড়িয়েছে। অসহ্য গরম এবং নিরাপত্তা জনিত কারণে প্রশাসনিক কড়াকড়িতে অনেকের দুর্ভোগ পোহাতে হয়েছে। সে জন্য সবার প্রতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন নেতৃবৃন্দ।
তারপরও লাখো মানুষের এমন ভালবাসা জেলা আওয়ামী লীগকে আজীবন কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করে রাখা হলো।
জনসভা পরবর্তী কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান প্রেরিত বিবৃতিতে এই কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.