প্রতিবন্দি সমীরের ঘরবাড়ি কেড়ে নিয়েছে বন্যায়
ফাহাদ, লোহাগাড়া প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় স্মরণকালের বন্যার প্রভাব পড়েছে লোহাগাড়ায়ও। গত বন্যার ক্ষতি কটিয়ে না উঠতেই এ বছর আবারও ব্যাপক ক্ষয়ক্ষতির স্বীকার হয়েছেন বেশ কিছু জনবসতি এলাকা। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নস্থ ৫নং ওয়ার্ডেও বন্যায় ক্ষতিগ্রস্ত কিছু জনবসতি এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি দৃষ্টিগোচর হয়। সরজমিন পরিদর্শনকালে দেখা গেছে, ডলু নদী সংলগ্ন বেশকিছু গ্রাম্য যাতায়াত সড়ক বানের পানিতে ক্ষতিগ্রস্ত হয়ে যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে। উক্ত প্লাবিত এলাকায় জনবসতির অসংখ্য লোকজন পানিবন্দী হয়ে পড়েছিল। এতে বেশ কিছু সংখ্যক বসতবাড়ি ও ক্ষতিগ্রস্ত হয়। ওই সময় বানের পানিতে ক্ষতিগ্রস্ত সমীর পাল (৫০) এর বসতবাড়িটির ক্ষয়ক্ষতি অন্যতম। যেহেতু, বাড়িটি বাঁশ-গাছ দিয়ে তালিজোড়া দ্বারা নির্মিত, সেহেতু, বাড়িটি বানের পানিতে প্লাবিত হয়ে বসবাসের অযোগ্য হয়ে পড়ে। সমীর পাল জানান, বিগত ৫ বছর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে পঙ্গু অবস্থায় স্ত্রী ও ৩ কন্যা সন্তানসহ তাঁরা ৪ সদস্য আর্থিক দুঃখ-দৈন্যতায় মানবেতর জীবনযাপন করে আসছেন। তাঁর জ্যেষ্ট মেয়ে পরশি পাল (১৫) বর্তমানে দশম শ্রেণিতে এবং অপর মেয়ে ঈশিতা পাল (১২) ৫ম শ্রেণিতে ও সর্বকনিষ্ঠা মেয়ে অনন্যা পাল (৮) ৩য় শ্রেণিতে পড়াশোনা করছে। পঙ্গুত্বের কারণে কাজ করতে অক্ষম হওয়ায় স্বজনদের সহযোগিতায় কোনরকম কালযাপন করে যাচ্ছেন স্ত্রী-সন্তানদের নিয়ে। তাঁর স্ত্রী বিনা পাল জানান, গত বছর ও এ বছরের সর্বনাশা বন্যায় তাঁর সহায়-সম্ভল কেড়ে নিয়ে তাঁকে অসহায় করেছে। এপর্যন্ত কোন ধরনের সরকারি অনুদান তাঁরা পাননি।
এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দীন’র সহিত আলাপ করলে তিনি জানান, যতদূর সম্ভব বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের খবরাখবর নিয়েছি। তবে, সমীর পালের বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না। যেহেতু, তিনি বিষয়টি জানতে পেরেছেন, সেহেতু ক্ষয়ক্ষতির অবস্থা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি উল্লেখ করেন।
ক্যাপশন: বন্যায় ক্ষতিগ্রস্ত সমীর পালের অসহায় পরিবার দুঃখ দৈনতায় জীবন যাপন করে যাচ্ছে।
you are truly a just right webmaster The site loading speed is incredible It kind of feels that youre doing any distinctive trick In addition The contents are masterwork you have done a great activity in this matter
Hi, I’m Jack. Your website has become my go-to destination for expert advice and knowledge. Keep up the fantastic work!