পেকুয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯ জনকে অর্থদন্ড

পেকুয়া প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় সরকার ঘোষিত লকডাউনের তৃতীয় দিনে নিষেধাজ্ঞা অমান্য কারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার (২৫জুলাই) উপজেলা নির্বাহী অফিসার মো.মোতাছেম বিল্ল্যাহর নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা কালে সরকারি বিধি-নিষেধ না মানায় মোবাইলের দোকান, শপিং মল ও অটোরিকশা চালকসহ ৯জনকে সর্বমোট ২৫০০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বরিবার সকাল থেকে উপজেলার চৌমুহনী ও পেকুয়া বাজারের বিভিন্ন দোকানপাট ও হাটবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
এ সময় লকডাউন কার্যকর ও স্বাস্থ্যবিধি মেনে চলতে উপজেলা প্রশাসন পেকুয়া কতৃক পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সংক্রমণ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন -২০১৮) এর আওতায় ৯টি মামলা দায়ের করে ২৫০০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসার মোতাছেম বিল্যাহ বলেন, সরকার ঘোষিত লকডাউন অমান্য কারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। ইতিমধ্যে পেকুয়ায় করোনা সংক্রমণ অনেকহারে বৃদ্ধি পেয়েছে।

তিনি আরো বলেন, বিনা প্রয়োজনে ঘর থেকে বের কেউ বের হওয়া যাবে না। বাধ্যতামুলকভাবে সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে এবং সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। এ ব্যাপারে স্বাস্থ্যবিধি মেনে সচেতন থাকারও আহবান জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.