পেকুয়ায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

রেজাউল করিম, পেকুয়াঃ
কক্সবাজারের পেকুয়ায় কমিউনিটি পুলিশিং ডে-২২ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে পেকুয়া থানার এস.আই মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় পেকুয়া থানা কম্পাউন্ডে এ কমিউনিটি পুলিশং-ডে অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে র‌্যালিটি পেকুয়া থানার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তফিকুল আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজ উদ্দিন, পেকুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু,পেকুয়া উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড.কামাল হোসেন, উপজলা আ’লীগের সভাপতি শহিদুল্লা বিএ, সাধারণ সম্পাদক আবুল কাশেম, বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউল আলম জিহাদী, টৈটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, মগনামা ইউপি চেয়ারম্যান ইউনুস চৌধুরী, সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি আজম খান, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, উপজেলা শ্রমিক লীগ সভাপতি নুরুল আবছার, উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি সুমন বিশ্বাস, পেকুয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.দিদারুল করিমসহ অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.