পেকুয়াতে আদালতে বিচারাধীন জমিতে ঘরনির্মাণের চেষ্টা !

বন্ধে ডিসি, ইউএনওসহ ৬জনকে লিগ্যাল নোটিশ!

পেকুয়া প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বাইন্যা ঘোনা গ্রামে আদালতে বিচারাধীন মামলার জমিতে গৃহহীনদের ঘরসহ কোন ধরনের স্থাপনা নির্মাণ না করতে কক্সবাজার জেলা প্রশাসক (ডিসি), কক্সবাজারের অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব),পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), পেকুয়া উপজেলা ভূমি অফিসার সহকারী কমিশনার (ভূমি), পেকুয়া সদর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার ও মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে লিগ্যাল নোটিশ প্রেরণ করেছেন সংশ্লিষ্ট মামলার বাদী।

গতকাল ৩ মার্চ সরকারী ডাকযোগে উল্লেখিত কর্মকর্তাদের দপ্তরের ঠিকানায় লিগ্যাল নোটিশ প্রেরণ করেছেন কক্সবাজার জেলা জজ আদালত ও চকরিয়ার সিনিয়র সহকারী জজ আদালতের বিজ্ঞ আইনজীবি মোহাম্মদ শফিউল মোস্তফা নূরী।

বিজ্ঞ আইনজীবি মোহাম্মদ শফিউল মোস্তফা নূরী জানান, তার মক্কেল পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বাইন্যা ঘোনা গ্রামের মরহুম জামাল আহমদের পুত্র মোস্তাক আহমদ বিগত ২০২০ সালে বিজ্ঞ যুগ্ম জেলা জজ ২য় আদালত, কক্সবাজারে একটি মামলা দায়ের করেন। যার অপর মামলা নং ৪৩৪/২০ইং। উক্ত মামলায় পেকুয়া উপজেলার মগনামা মৌজার অন্তর্গত বাইন্য ঘোনা গ্রামের ১নং দিয়ারা খাস খতিয়ানের ২৩৮৫ নং দাগের জমির ৫৪ শতক জমি তার মক্কেলের নামে রেকর্ডভূক্ত করার জন্য আদালতে প্রতিকার প্রার্থনা করেছেন। মামলাটি বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

বিজ্ঞ আইনজীবি মোহাম্মদ শফিউল মোস্তফা নুূরী আরো জানান, কিন্তু অত্যন্ত দু:খ ও পরিতাপের বিষয় হলো-আদালতে মগনামা মৌজার বাইন্যা ঘোনার গ্রামের ২৩৮৫ নং দাগের জন্য আদালতে মামলা বিচারাধীন থাকার পরেও গত ২৭/০২/২০২২ ইংরেজী তারিখ পেকুয়া সদর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার কাজল কুমার শীল ও পেকুয়া ভূমি অফিসের কানুনগো শান্তি জীবন চাকমা সরেজমিনে ওই আদালতে বিচারাধীন ওই দাগের জমি পরিমাপ করে লাল পতাকা ও খুঁটি পুঁতে চিহ্নিত করে আদালত অবমাননার অপরাধ করেছেন। যা সম্পূর্ন বেআইনী এবং আদালতের প্রতি চরম অবজ্ঞার শামিল।

জানা যায়, পেকুয়া ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার কর্তৃক আদালতে বিচারাধীন থাকা দিয়ারা ২৩৮৫ নং দাগের জমি পরিমাপ করায় সংশ্লিষ্ট মামলার বাদী মোস্তাক আহমদ বিজ্ঞ আইনজীবি মোহাম্মদ শফিউল মোস্তফা নূরীর শরানপন্ন হলে আদালতে মামলা বিচারাধীন থাকায় বিজ্ঞ আইনজীবি গতকাল ৩ মার্চ কক্সবাজার জেলা প্রশাসক, পেকুয়ার ইউএনওসহ ৬ জনকে সরকারী ডাকযোগে লিগ্যাল নোটিশ প্রেরণের মাধ্যমে মামলার বিষয়টি জ্ঞাত করেছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.