পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় চাঁদা আদায়ে ব্যর্থ হওয়ায় ছৈয়দ নুর (৫৫) নামের এক ব্যক্তিকে মারধর করার অভিযোগ উঠেছে এক চিহ্নিত মাদককারবীর বিরুদ্ধে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার উজানটিয়া ইউপির ঠান্ডার পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। এ বিষয়ে পেকুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার উজানটিয়া ইউপির ঠান্ডা এলাকার মৃত নাগু মিয়ার ছেলে মোক্তার আহমদ (৫০) একজন চিহ্নিত মাদককারবারী। দীর্ঘদিন ধরে মাদক সেবন, বিক্রি ও পাচার করে আসতেছে মোক্তার আহমদ। রাতের আঁধারে মাদক সেবন করে মানুষকে গালমন্দ করে মোক্তার। এমনকি মারধর করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ও আছে তার বিরুদ্ধে। মোক্তার আহমদ দীর্ঘদিন ধরে একই এলাকার মৃত কালু মিয়ার ছেলে ছৈয়দ নুরের কাছ থেকে মোটা অংকের টাকা দাবী করে আসছে। এমনকি টাকা না দিলে মারধরের হুমকিও দিতো প্রতিনিয়ত। তারই ধারাবাহিকতায় গত শনিবার সন্ধ্যায় ছৈয়দ নুর সোনালী বাজার থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে পরিকল্পিত হামলা করে মোক্তার আহমদ। এসময় টাকা দিতে না পারায় ছৈয়দ নুরকে কন্ঠনালী চেপে ধরে হত্যার চেষ্টা চালায়। পরে চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে মোক্তার ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয় ইউপি সদস্য ওসমান বলেন, ঘটনার বিষয়টি রাতে ভুক্তভোগী আমাকে অবগত করেছে। মোক্তার আহমদ আসলেই একজন মাদককারবারী৷
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওমর হায়দার বলেন, ভিক্টিমের পক্ষ থেকে লিখিত অভিযোগ এসেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.