পাকিস্তানের ক্রিকেট আবার জাগবেই : ইনজামাম

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ চরম হতাশার মধ্যেও উজ্জ্বল ভবিষ্যতের ছবি আঁকাই বৃদ্ধিমানের কাজ। পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক করলেন সেই কাজটাই। দলের হতাশাজনক পারফরম্যান্স আর অধিনায়কত্ব ইস্যুতে পাকিস্তান ক্রিকেটে এখন চরম অস্থিরতা। সেই অস্থিরতাকে একপাশে সরিয়ে রেখে পাকিস্তানের প্রধান নির্বাচক শুনালেন সুন্দর আগামীর স্বপ্নের কথা। আশাবাদী কণ্ঠে উচ্চারণ করলেন, পাকিস্তান ক্রিকেট আবার জেগে উঠবেই। ফিরে আসবে সুদিন।

শুক্রবার লাহোরের ক্রীড়া সাবংবাদিক অ্যাসোশিয়েশনের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের অন্যতম অতিথি ছিলেন পাকিস্তানের প্রধান নির্বাচক। সেখানেই পাকিস্তানের হয়ে ১২০টি টেস্ট খেলা ইনজামাম বলেন, ‘হ্যাঁ বর্তমানে আমরা কঠিন সময় পার করছি। তবে পাকিস্তান ক্রিকেট অবশ্যই ঘুরে দাঁড়াবে।’

পাকিস্তান দলের অতীত সাফল্যের কথাও মনে করিয়ে দিয়েছেন ৪৬ বছর বয়সী ইনজামাম, ‘উপমাহদেশের দলগুলোর মধ্যে পাকিস্তানই একমাত্র দল যারা বছরের পর বছর ধরে বিদেশের মাটিতে সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে। আমার খেলোয়াড়ী জীবনে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড- আমি যেখানেই গেছি, দর্শকরা বিশ্ব ক্রিকেটে পাকিস্তানকে উচ্চ আসনই দিয়েছে।’

অনুষ্ঠানে পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ইনজি কথা বলেছেন ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ নিয়েও। ১৪ দলের পরিবর্তে ইংল্যান্ডে ২০১৯ বিশ্বকাপ হবে ১০ দলের। স্বাগতিক ইংল্যান্ড ছাড়া ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৮-এ থাকা অন্য সাতটি দল অংশ নেবে সরাসরি। বাকি দুটি দল ইংল্যান্ডে যাওয়ার ছাড়পত্র পাবে বিশ্বকাপ বাছাই টুর্নামেন্ট ২০১৮ খেলে। যে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে বাংলাদেশে।

আইসিসির এই নতুন ফরম্যাটই পাকিস্তানিদের জন্য বড় দুশ্চিন্তার কারণ। কারণ আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে পাকিস্তান এখন আট নম্বরে। কিন্তু দল যেভাবে ব্যর্থতার গলি দিয়ে হাঁটছে, তাতে সেপ্টেম্বরের মধ্যে দলটি র‌্যাঙ্কিংয়ের ৮ নম্বরে থাকতে পারে কিনা সেই সংশয় থাকছেই। সেদিকেই ইঙ্গিত করে পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম বললেন, ‘বিশ্বকাপের বিষয়টি আমাদের মাথায় আছে। দেখা যাক ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত সময়ের মধ্যে আমরা কতজন খেলোয়াড়কে তৈরি করতে পারি।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.