মোঃ নেজাম উদ্দিন,
কক্সবাজারে নবাগত পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম (বার)জেলায় কর্মরত সকল সংবাদ কর্মীদের সাথে মিট দ্যা প্রেস এর আয়োজন করেছে।
কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম (প্রশাসন) সঞ্চালনায় বৃহস্পতিবার (১ আগস্ট) বিকালে স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় সভার আয়োজন করা হয়। শুরুতে সাংবাদিকদের সাথে পরিচয় হন নবাগত পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম (বার)।
তিনি বলেন, আমি এখানে এসেছি আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে। বিগত দিনে আমি ডিএমপিতে কাজ করেছি। প্রথমবারের মতো এর বাইরে এসে আপনাদের সাথে কাজ করার সুযোগ হচ্ছে। আমি এখানে যতদিন থাকি আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই। আপনারা আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করলে আমার কাজ করতে সহজ হবে।কক্সবাজার একটি রোহিঙ্গা অধ্যুষিত এলাকা ও পর্যটন এলাকা হওয়ার কারণে অপরাধ প্রবণতা থাকতে পারে। যদি সংবাদকর্মীরা পাশে থাকে তবে আইনশৃংখলা রক্ষায় কাজ করতে সহজ হবে। মাননীয় প্রধানমন্ত্রীর মানবিকতার কারণে এই জেলায় প্রায় ১৪রোহিঙ্গার বসবাস। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী মানবিকতার সুযোগ নিয়ে রোহিঙ্গারা নানান অপরাধে জড়িয়ে পড়ছে। আমি বিশ্বাস করি আপনাদের সাথে নিয়ে এই সমাজকে অপরাধ মুক্ত করতে পারবো। পর্যটন নগরীকে অপরাধ মুক্ত করতে চাই। মাদক ব্যবসা শূণ্যের কৌটায় আনা হবে। কক্সবাজারে বেশ কটি মেগা প্রকল্প চলমান।সেখানে যেন আইনশৃঙ্খলা অবনতি যেন না হয় সেদিকে খেয়াল রাখা হবে। হোটেল মোটেল জোন অপরাধ মুক্ত করতে জেলা পুলিশ আন্তরিকতার সাথে কাজ করবে। জেলার সকল থানা সাধারণ নাগরিকদের জন্য। যেকোন সমস্যা সমাধানে সবসময় কাজ করবে।
মানব পাচারকারিদের তথ্যদিন তাদের আইনের আওতায় আনা হবে। সকল অপরাধীদের কোন ধরনের ছাড় নেই।
সাংবাদিক আজিজ রাসেল বলেন, বর্তমানে শহরে অনেক রোহিঙ্গা বসবাস করছে। তাদের চিহ্নিত করে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর অনুরোধ জানাচ্ছি।
যুগান্তর জেলাপ্রতিনিধি জসিম উদ্দিন বলেন, সাবেক এসপি যেদিন বিদায় নিয়েছে সেই দিনে কক্সবাজারে দুইজনের খুনের খবর আমাদের রয়েছে। বিগত দিনের আইনশৃঙ্খলা বেশ অবনতি হয়েছে। এই কঠিন মুহুর্তে আপনি কক্সবাজারে এসেছেন। এখন কক্সবাজার মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। মাদক ব্যবসায়ীদের সাথে পুলিশের সখ্যতা রয়েছে। এটি কেন হয় তা পুলিশের বের হতে হবে। কক্সবাজারে এখন কোন অভিভাবক নাই। আপনার মাধ্যমে আমরা চাই কক্সবাজারের আইনশৃঙ্খলা সুন্দর হবে। টমটমে যাত্রী বেশি নেওয়ার কারণে নারীদের শ্লীলতাহানি হচ্ছে প্রতিদিন।
মিট দ্যা প্রেসে জেলার বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মুক্ত আলোচনা করা হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.