নিউজিল্যান্ডের উদ্দেশে অস্ট্রেলিয়া ছাড়লো টাইগাররা

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ অস্ট্রেলিয়ায় নির্ধারিত ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প শেষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে রোববার সকালে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার সিডনি থেকে অকল্যান্ড হয়ে নিউজিল্যান্ডের ফাঙ্গারেই অবস্থান করবেন মাশরাফি-সাকিবসহ বাকি টাইগাররা। জানা গেছে, সিরিজ শুরুর আগে আগামী ২২ ডিসেম্বর  নিউ জিল্যান্ড একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবেন ম্যাশ বাহিনী।

আগামী ২৬ ডিসেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হবে পূর্ণাঙ্গ সিরিজের তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি এবং দুইটি টেস্ট। স্বাগতিক নিউজিল্যান্ড নিজেদের চূড়ান্ত দল ঘোষণা করলেও বাংলাদেশ এখনও চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেনি।

এদিকে নিউজিল্যান্ড সিরিজের আগে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে অস্টেলিয়ায় ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প করছেন টাইগাররা। ক্যাম্পে নিজেদের ঝালিয়ে নিতে বিশেষজ্ঞ কোচদের সঙ্গে কাজ করার পাশাপাশি বিগ ব্যাশ লিগের দুইটি দলের সঙ্গে অনুশীলনী ম্যাচও খেলেছেন মুশফিক-তামিমরা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.