নারী ক্রিকেট বিশ্বকাপ শুরু ২৪ জুন
ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য নারী বিশ্বকাপ শুরু ও ফাইনালের তারিখ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ইংল্যান্ডে চলতি বছরের ২৪ জুন থেকে ক্রিকেটের এই বিশ্ব আসর শুরু হচ্ছে, ফাইনাল হবে লর্ডসে ২৩ জুলাই। পূর্ণাঙ্গ সূচী ৮ মার্চ প্রকাশ করা হবে। তার আগের দিন শেষ হচ্ছে আইসিসি নারী বিশ্বকাপের বাছাইপর্বের খেলা।
২১ দিন যাবত সর্বমোট ২৮টি রাউন্ড রবিন লীগের ম্যাচে আটটি দল একে অপরের মুখোমুখি হবে। ম্যাচগুলো ব্রিস্টল, ডার্বি, লিস্টার ও টনটনে অনুষ্ঠিত হবে। গ্রুপের শীর্ষ চারটি দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। সেমিফাইনাল দুটি যথাক্রমে ১৮ জুলাই ব্রিস্টলে ও ২০ জুলাই ডার্বিতে অনুষ্ঠিত হবে।
আইসিসি নারী চ্যাম্পিয়নশীপের শীর্ষ চারটি দল হিসেবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সরাসরি বিশ্বকাপে খেলবে। বাকি চারটি স্থানের জন্য দলগুলোকে বাছাইপর্ব খেলে আসতে হবে। কলম্বোতে আগামীকাল থেকে বাছাইপর্ব শুরু হচ্ছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.