জাহাঙ্গীর আলম কাজলঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের থানা’র মোড় এলাকায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এর ১৩৪তম উপশাখা শুভ উদ্বোধন করা হয়।
শরীয়াহভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে গ্রাহকদের উন্নততর সেবা দিতে রবিবার( ২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার সময়ে নতুন এই উপশাখার শুভ উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী।
এ সময় অন্যান্যের মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সহ ব্যবস্হাপনা পরিচালক মো: মোস্তাফা খায়ের,চট্টগ্রাম দক্ষিণ জেলার ইভিপি মো.কামাল উদ্দিন,জি,এস,ডি,হেড কে বি এম,ইসমাঈল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান মো: ইকবাল, দৌছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো: ইমরান,নাইক্ষ্যংছড়ি উপজেলা যুবলীগের সভাপতি মো: জসিম, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল কাসেম, ইউপি সদস্য আরিফ উল্লাহ,
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাঈনুদ্দিন খালেদ, যুগ্ন আহবায়ক, আমিনুল ইসলাম, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল,সদস্য মো: জয়নাল আবেদীন টুক্কু,সদস্য মো: ইউনুছ, নাইক্ষ্যংছড়ি বালিকা বিদ্যালের প্রধান শিক্ষিকা নাসরিন আক্তার,ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের রামুর শাখার ম্যানেজার মোহাম্মদ মো: মোরশেদুল আলম চৌধুরী, নতুন শাখার ম্যানেজার মো: শাহবুদ্দিনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.