দ্রব্যমূল্য,ডিজেলের দাম স্বাভাবিক রাখতে এবং কক্সবাজার শহরের প্রধান সড়কের দ্রুত উন্নয়নের দাবীতে সম্মিলিত সামাজিক আন্দোলন কক্সবাজার জেলা শাখার প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সম্মিলিত সামাজিক আন্দোলন কক্সবাজার জেলা শাখা কতৃক আয়োজিত প্রতিবাদ সভা শুরু হয় সংগঠনের সদস্য করিম উল্লাহর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এবং উক্ত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি সমাজকর্মী শামসুল আলম কেলু।
সভায় ভারচুয়ালি প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন প্রবীন জননেতা সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য পংকজ ভট্টাচার্য।
সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় শুরুতে প্রধান অতিথি পংকজ ভট্টাচার্য বলেন, দেশের এই দুঃসময়ে তরুণরা পারে সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তুলতে।
দ্রব্যমূল্য, ডিজেলের দাম বৃদ্ধিতে তিনি সরকারকে ভর্তুকি দেয়ার আহ্বান জানান।
এবং সামপ্রদায়িক সম্প্রতি বজায় রাখতে সকল সদস্যদের প্রতি নির্দেশ দেন।
কক্সবাজারের প্রধান সড়কের উন্নয়নের কাজের ধীরগতির ব্যাপক সমালোচনা করেন।
তিনি কক্সবাজার জেলা শাখার আগামী সকল কর্মকান্ডে নিজের একাত্মতা ঘোষনা করেন।
এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা শাখার সিনিয়র সহসভাপতি বিশিষ্ট ব্যাংকার জাহেদ উল্লাহ,সহসভাপতি সমাজসেবক শওকত আলম,যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রনেতা কাজি তামজিদ পাশা, শ্রমিক নেতা এম এউ বাহাদুর,মামুনুর রশীদ,রাশেদুল ইসলাম,ইসহাক হোসাইন প্রমুখ।
সভায় সাধারণ সম্পাদক বলেন প্রতিবছর স্কুলে পুনঃভর্তি প্রথা বন্ধ করতে হবে এবং বাসে ছাত্রছাত্রীদের জন্য হাফ পাস চালু করতে হবে।
সভাপতি সমাপনী বক্তব্যে বলেন অবিলম্বে দ্রব্যমূল্যের ক্রমাগত দামবৃদ্ধির প্রতিবাদে সোচ্চার হতে হবে এবং কক্সবাজার শহরের প্রধান সড়কের উন্নয়নের কাজ দ্রুত শেষ করতে হবে।
অন্যথায় প্রধান সড়কের দ্রুত উন্নয়নের জন্য আন্দোলনের ডাক দেয়া হবে।
সভায় উপস্থিত সভার মতামতের ভিত্তিতে উখিয়া ও টেকনাফ উপজেলা আংশিক কমিটি গঠন করা হয়।
উক্ত প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য মিজান সিকদার,শফিকুল ইসলাম,জাবেদ উল্লাহ মিয়া,শাকিল আজিজ,জ জ রাখাইন,করিম উল্লাহ সহ অনেকে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.