দুর্দান্ত শুরুর পর তামিমকে হারিয়ে চা বিরতিতে

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ আরো একটি ফিফটির জুটি। দারুণ ব্যাটিংয়ে ১০০’র কাছে গিয়ে দাঁড়ানো। দেশের শততম টেস্টে তামিম ইকবাল ও সৌম্য সরকার সিরিজে দ্বিতীয়বার শতরানের উদ্বোধনী জুটি গড়ার ইঙ্গিতই দিচ্ছিলেন। কিন্তু বাধা হয়ে দাঁড়ালেন শ্রীলঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথ। তামিম ইকবাল ফিফটি করবেন। আর এক রান দরকার। ঠিক সেই সময়ে হেরাথের আঘাতে ফেরেন তামিম। তামিম ৪৯, বাংলাদেশ ১ উইকেটে ৯৫। তামিমকে হারিয়ে শ্রীলঙ্কার প্রথম ইনিংস থেকে ২৪৩ রানে পিছিয়ে থেকে চা বিরতিতে গেল টাইগাররা। প্রথম ইনিংসে দিনেশ চান্ডিমালের সেঞ্চুরিতে ৩৩৮ রান তোলে স্বাগতিক শ্রীলঙ্কা। সৌম্য ৪০ রানে অপরাজিত। টানা তৃতীয় ফিফটি করতে পারবেন চা পান করে ফিরে? ইমরুল কায়েসই বা কি করবেন টানা তিন ম্যাচ মিস করার পর ব্যাট করতে নেমে?

এমন একটা শুরুই দরকার ছিল বাংলাদেশের। কলম্বোর পি. সারা ওভালে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের সকালেও খুব জ্বালিয়েছেন চান্ডিমাল। এরপর তাদের দলকে অল আউট করে লাঞ্চের পর ব্যাট করতে নামা বাংলাদেশের। দুই ওপেনার খুব বড় কিছু এই সিরিজে করতে পারেননি। কিন্তু নিয়মিত জুটি গড়ে যাচ্ছেন। তাতে একটা ছোট রেকর্ডও হলো। শেষবার ২০১০ সালে তিলকারত্নে ও পারাসাভিতানা এক সিরিজে ৩ বা তার বেশি ফিফটি পার্টনারশিপ গড়েছিলেন। তামিম-সৌম্যর তিন ইনিংসই ফিফটি পেরুলো। ১১৮, ৬৭ এবং এবারের ৯৫।

জুটিটা জমে উঠেছে। শ্রীলঙ্কার স্পিনাররা কাজে আসছেন না। এই সময় হেরাথের বল পায়ে আঘাত হানলেও তামিম নট আউট। মানে আম্পায়ার আলিম দার আউট দিলেন না। রিভিউ নিলেন হেরাথ। আলিম আবার ভুল প্রমাণিত। ৯১ বলে ৬ চারে ৪৯ রানে শেষ তামিমের দারুণ সম্ভাবনাময় ইনিংসটা।

তুলনামূলক হিসেবে এই পরিস্থিতিতে কিন্তু এগিয়ে টাইগাররাই। প্রথম ইনিংসের প্রথম সেশনে ৪ উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। ২৭.৪ ওভারের নিজেদের ব্যাটিংয়ের প্রথম সেশনে মাত্র ১ উইকেট হারাল বাংলাদেশ। শুধু তাই না। এই পর্যায়ে ৪ উইকেটে ৭০ রান ছিল স্বাগতিকদের। সেই হিসেবে অনেক এগিয়েই শুরু সফরকারীদের।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.