থানা ভবন থেকে লাফিয়ে কিশোরের আত্মহত্যার চেষ্টা

ওয়ান নিউজ ডেক্সঃ

কক্সবাজার সদর মডেল থানা ভবনে উঠে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে এক কিশোর। পরে পুলিশের দক্ষতায় তাকে নিচে নামিয়ে এনে হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার (১৬ এপ্রিল) বিকেল ৩ টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। ওই কিশোরের বাড়ি উখিয়ার পালংখালী ইউনিয়নে। সে বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির ১০ম শ্রেণির ছাত্র।

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন জাগো নিউজকে বলেন, কনস্ট্রাকশনের কাজ করার জন্য থানা ভবনের বাইরে তৈরি করা অস্থায়ী সিঁড়ি বেয়ে হঠাৎ ওই কিশোর তিনতলার সানসেটে উঠে যায়৷ এরপর সেখানে নিজের গায়ে ব্লেড দিয়ে আঘাত করে। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস তিনতলার ওই সিঁড়িতে উঠে তাকে আত্মহত্যা না করার জন্য নানাভাবে বুঝানোর চেষ্টা করেন। ততক্ষণে থানার অন্য সদস্যরা নিচে কম্বল ও অন্য জিনিসপত্র বিছিয়ে দেয়।

ওসি শেখ মুনীর উল গীয়াস জাগো নিউজকে বলেন, ওই কিশোরকে বুঝাতে সক্ষম হলে সে নিচে নামতে রাজি হয়। প্রায় ২০ মিনিটের রুদ্ধশ্বাস চেষ্টার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সে সদর হাসপাতালে ভর্তি আছে। তবে শঙ্কামুক্ত। কী কারণে কিশোরটি আত্মহত্যার চেষ্টা করেছে এখনো জানা যায়নি। একটু সুস্থ হলে আসল বিষয়টি জানার চেষ্টা করা হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.