ঢাবির সূর্যসেন হল থেকে অস্ত্রসহ ৭ বহিরাগত আটক

ওয়ান নিউজঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলে তল্লাশি চালিয়ে অস্ত্রসহ সাত বহিরাগতকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মাস্টারদা সূর্যসেন হল থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, গোপন সংবাদে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম, হল প্রশাসন ও শাহবাগ থানার যৌথ অভিযানে মাস্টার’দা সূর্য সেন হল তাদের আটক করা হয়। এছাড়াও আরও দু’জনকে আটকের পর ছেড়ে দেয়া হয়েছে। ঘটনার পর সংশ্লিষ্ট চারটি রুমকে সিলগালা করে দিয়েছে হল প্রশাসন।

অভিযানে আটকরা হলেন- লিমন দারিয়া (গোপালগঞ্জ), মো. রিয়াজ (গোপালগঞ্জ), মো. সানি (জিঞ্জিরা), মো. টিটন (খুলনা), মো. তপু (মুন্সিগঞ্জ), ইমন হোসেন (সাতক্ষীরা) এবং মো. সজিব (মাদারীপুর)।

তারা সবাই ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরেফিন সিদ্দিক সুজনের ছত্রছায়ায় হলে থাকতো বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টোর অধ্যাপক ড. এ এম আমজাদ ৭ বহিরাগত আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.