টেকনাফ প্রতিনিধি :
কক্সবাজার টেকনাফে পাহাড়ি দুর্বৃত্তের হাতে উদ্ধার হওয়া সেই পান চাষী কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল পাঁচটার দিকে টেকনাফ থানা পুলিশ অভিযান চালিয়ে বড়ডেইল পাহাড়ের ভিতর ঢালার রাস্তা হতে তাকে উদ্ধার করেছেন । উদ্ধার হওয়া ভিকটিম বাহারছড়া ইউপির মাহমুদ উল্লাহর ছেলে আব্দুর রহমান।
বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান। জানা গেছে, গতকাল শুক্রবার সকালে ১০টার দিকে এলাকার পানের বরজে কাজ করতে গেলে দুইজন ব্যক্তি ডাকাত দলের কবলে পড়ে। ডাকাতরা শরীফ নামে একজনকে গুলি করে আব্দুর রহমান নামে আরেকজনকে অপহরণ করে নিয়ে যায়। সেই অপহৃত আব্দুর রহমানকে পুলিশ বিকালে উদ্ধার করেন। এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.