ঝিনাইদহে বেতনভাতা বৃদ্ধিসহ ৪ দফা দাবীতে শিক্ষকদের মানববন্ধন
স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
শিক্ষা জাতীয় করণ, বৈশাখী ভাতাসহ ৪ দফা দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালন করেছে শিক্ষকরা। বৃহস্পতিবার সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে এ কর্মসূচী পালন করে বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখা।
ঘন্টাব্যাপী এই কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি জয়া রানী চন্দ, সাধারণ সম্পাদক ইউসুফ আলী, সদর উপজেলা শাখার সভাপতি সৈয়দ মুনীর হোসেন মুকুল, সাধারণ সম্পাদক সাবদুল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শাখার যুগ্ম সম্পাদক বিনয় কৃষ্ণ বিশ্বাস।
সেসময় বক্তারা, তাদের শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, বার্ষিক ৫% প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতা প্রদাণের দাবী জানান। মানববন্ধনে জেলা ও উপজেলা শাখার কয়েক’শ শিক্ষক অংশ নেয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.