ঝিনাইদহে দ্বিতীয় পর্যায়ে খাদ্যবান্ধব কর্মসূচীর উদ্বোধন

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ

“শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে দ্বিতীয় পর্যায়ে খাদ্যবান্ধব কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার পাগলা কানাই ইউনিয়নে এ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।

 

উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. আব্দুর রশিদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক বাবুল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসান মিয়া, পাগলা কানাই ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম নজরুল ইসলাম ।

 

২য় পর্যায়ের এ কর্মসূচী চলবে মার্চ ও এপ্রিল মাসব্যাপী। জেলা খাদ্য বিভাগের দেওয়া তথ্য মতে ২য় পর্যায়ের এ কর্মসূচীতে জেলার ৬ টি উপজেলার ৪৩ হাজার ৫’শ ৬৯ জন দুস্থদের মাঝে ১০ টাকা দরে ৩০ কেজি করে চাল দেওয়া হবে। সদর উপজেলার ১৭ টি ইউনিয়নের ৩৪ জন ডিলারের মাধ্যমে ১৬ হাজার ১’শ ৯৭ জন কার্ডধারীর মধ্যে স্বল্পমুল্যে চাল বিতরণ করা হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.