বার্তা পরিবেশকঃ
বহুল প্রচারিত দৈনিক রূপালী সৈকতের বার্ষিক প্রতিনিধি সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১অক্টোবর) সকলে দৈনিক রূপালী সৈকতের নিজস্ব কার্যালয়ে পত্রিকার নির্বাহী সম্পাদক শেখ সেলিমের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত সম্পাদক আবুল হাসেম এর সভাপতিত্বে সম্মেলনের প্রধান অতিথি ছিলেন দৈনিক রূপালী সৈকতের সম্পাদক ও প্রকাশক ফজলুল কাদের চৌধুরী বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ফরিদুল আলম শাহিন, সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার এইচ এম এরশাদ, সহ-সম্পাদক কায়েস উদ্দিন, শেফায়েল উদ্দিন, নুরুল আমিন ছিদ্দিকী
দৈনিক রূপালী সৈকতে ব্যবস্থাপনা সম্পাদক মুকিম খান, বার্তা সম্পাদক এস এম জাফর, মফস্বল সম্পাদক মোঃ নেজাম উদ্দিন, প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়।
পুরোদিনের অধিবেশনে সকাল থেকে উপজেলা পর্যায়ে প্রতিনিধিনিদের সাথে পত্রিকার সম্পাদকদের সাথে সংবাদ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
দুপুরের পরে দৈনিক রূপালী সৈকতের প্রতিনিধি নিয়ে কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় বক্তারা বলেন, জেলার একমাত্র পত্রিকা দৈনিক রূপালী সৈকত উপজেলা পর্যায়ে প্রতিনিধিদের সংবাদ সংক্রান্ত শেখার গুরুত্ব দিয়ে আজকের এই আয়োজনকে আমরা স্বাগত জানাচ্ছি।
প্রধান অতিথি দৈনিক রূপালী সৈকতের সম্পাদক ও প্রকাশক ফজলুল কাদের চৌধুরী বলেন, সংবাদ পরিবেশনে সকল উপজেলা প্রতিনিধিদের সজাগ থাকতে হবে। সকল সংবাদকে গুরুত্ব দিতে হবে। সবদিক পর্যালোচনা করে সংবাদ পাঠাতে হবে। উপজেলার সকল প্রতিনিধিরা আগ্রহের সাথে কাজ করে তবে দৈনিক রূপালী সৈকত জেলার এক নাম্বার পত্রিকা হবে।
কর্মশালায় বিশেষ অতিথি দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার ও কক্সবাজার জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বলেন, দৈনিক রূপালী সৈকত এখন জেলা বাসির হৃদয়ে স্থান করে নিয়েছে। এই পত্রিকা এখন জেলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। সত্য সংবাদ প্রকাশের কারণে জেলাবাসি দৈনিক রূপালী সৈকতের পাঠক।
জেলা প্রেসক্লাবের ফরিদুল আলম শাহিন বলেন, সত্য সংবাদ প্রকাশে আপোষহীন দৈনিক রূপালী সৈকত। আশা করছি পত্রিকার মান উন্নয়নে আরো গণমানুষের কথা তারা তুলে ধরবেন।
ব্যবস্থাপনা সম্পাদক মুকিম খান বলেন, দেশে এখন অপ-সাংবাদিকতার প্রভাব পড়েছে। সাংবাদিকতার নামে চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে চালিয়ে যাচ্ছে।
আপনারা যারা আছেন অপ-সাংবাদিকতাকে না বলুন। তাদের বয়কট করুন। আপনারা সত্য সুন্দর সংবাদ পরিবেশন করে সমাজে তথা দেশের কল্যানে কাজ করুন।
পরে কর্মশালায় অংশগ্রহণকারি সকল সংবাদকর্মীদের সনদপত্র ও সংবাদকর্মীদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হয়।
প্রতিনিধি সম্মেলনে কক্সবাজার জেলার ৯ উপজেলা সকল প্রতিনিধি উপস্থিত থেকে সংবাদ বিষয়ে মতামত ব্যক্ত করেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.