জারুলিয়াছড়ি বেইলি সেতু হয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদকঃ
রামু নাইক্ষ্যংছড়ি সীমান্ত সড়কের জারুলিয়াছড়ি এলাকার বেইলি সেতুটি আংশিক ভেঙে গেছে। যার কারণে ছোটখাটো যানবাহন চললেও ভারি যানবাহন চলাচলে বন্ধ রেখেছে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন।

৬ নভেম্বর(মঙ্গলবার) বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায় সড়ক ও জনপথ বিভাগের অধীনে সীমান্ত এলাকা নাইক্ষ্যংছড়ি যাতায়াতের একমাত্র সড়কের জারুলিয়াছড়ি এলাকার বেইলি সেতুটির স্টিলের কিছু অংশ নির্দিষ্ট জায়গা থেকে সরে যায় ও সেতুটি অনেকাংশে নিচু হয়ে পড়ে। যার ফলে যেকোন মুহুর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা জানান, আমি দেখে এসেছি। সেতুটির পাশেই বিজিবি চেকপোস্ট আছে। তাদের বলা হয়েছে ভারী যানবাহন যেন চলাচল না করে।
সড়ক ও জনপথ বিভাগকে এব্যাপারে জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.