জাতি হিসাবে আমরা অকৃতজ্ঞ – জাহাঙ্গীর আলম

 

প্রেস বিজ্ঞপ্তিঃ

জাতি হিসাবে আমরা অকৃতজ্ঞ। আজকে জাতীয় শোক দিবস। যাকে আমরা ১৯৭৫ সালে এই দিনে হারিয়েছি। এইদিন জাতির জন্য  কলঙ্কিত একটি মুহুর্ত। যদি তিনি বেঁচে থাকতেন তবে দেশকে আজ অনেক এগিয়ে নিয়ে যেতেন। তিনি স্বাধীনতার পর বঙ্গবন্ধু তেমন সময় পাননি। দেশের কিছু দুষ্কৃতকারী বঙ্গবন্ধুকে হত্যা করেছে। আমরা এমন এক অকৃতজ্ঞ জাতি যিনি স্বাধীন দেশের জন্য ডাক দিয়েছিলেন তাকেই আজকের এই দিনে খন্দকার মোশতাক আহমদসহ মিলে বঙ্গবন্ধুর মতো একজন নেতাকে হত্যা করা হয়েছে। খন্দকার মোশতাকের মতো এমন অনেকেই সমাজে লুকায়িত। আমাদের সজাগ থাকতে হবে। আপনারা জানেন নেপালে যে ভুমিকম্প হয়েছিল তখন সেখানকার অবস্থা বেশ খারাপ হয়েছিল। তৎকালিন নেপাল সরকার প্রধান চিন্তা করলেন লোকাল এনজিওদের মাধ্যমে এর কাজ করবে। এর মাধ্যমে নেপালকে আবারো সুন্দর করে সাজিয়ে তুলেছেন।

জাতীয় শোক দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রেসক্লাব ও সদর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে বিশেষ দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম এসব কথা বলেন।

সোমবার (১৫ আগস্ট) দুপুরে জেলা প্রেসক্লাব কার্যালয়ে কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পূণ্য বর্ধন বড়ুয়ার সঞ্চালনায় ও কক্সবাজার জেলা প্রেসক্লাব সভাপতি ফজলুল কাদের চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কোস্ট ফাউন্ডেশনের সহকারী জাহাঙ্গীর আলম, প্রধান বক্তা ছিলেন, কক্সবাজার জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ।

সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ বলেন, ১৯৭৫ সালের কালোরাতে বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা করা হয়েছিল৷ বঙ্গবন্ধু যখন এই সোনার বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ঠিক তখনই খন্দকার মোশতাকসহ অনেকেই মিলে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। যিনি বাংলার স্বাধীনতার ডাক দিয়েছিলেন তাকে তারা হত্যা করে দেশে একটি কলঙ্কময় দিন আমাদের দিয়েছে।
বঙ্গবন্ধুর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। কক্সবাজারের জন্য বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল রেল লাইন করা, সেই স্বপ্ন বাস্তবায়ন করছে বর্তমান সরকার।

জেলা প্রেসক্লাব সভাপতি ফজলুল কাদের চৌধুরী বলেন, যারা ভেবেছিল বঙ্গবন্ধুসহ পরিবারের সকলকে হত্যা করে দেশের আর্থিক অবস্থা অবনতি করবে।তাদের সেই আশা পূরণ করতে দেয়নি তারই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর রাজনীতি ছিল সাধারণ মানুষের জন্য। সেটি বঙ্গবন্ধুর বক্তব্য শুনলে আপনারা বুঝতে পারবেন।
বঙ্গবন্ধুকে হত্যা করার জন্য ছিল আন্তর্জাতিক ষড়যন্ত্র। যারা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করেছিল তারা সেটি বাস্তবায়ন করেছে। কিন্তু বিদেশে থাকার কারণে আজকের প্রধানমন্ত্রী প্রাণে রক্ষা পায়। তিনি আজকে দেশ রক্ষায় দায়িত্ব পালন করছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কক্সবাজারকে ভালবাসতেন। তিনি জেলের বাইরে থাকলেই কক্সবাজারে বেড়াতে আসতেন। তেমনি বর্তমান প্রধানমন্ত্রী কক্সবাজারকে পছন্দ করেন, সম্প্রতি প্রধানমন্ত্রী ইসিএ এলাকায় গাছ লাগানোর কথা বললেও কয়েকদিন পর সেই ইসিএ এলাকা থেকে গাছ কেটেছে কিছু দুষ্কৃতকারী। তাদের চিহ্নিত করতে হবে। যারা প্রধানমন্ত্রীর কথা অস্বীকার করে তারাই জাতির শত্রু।

আলোচনা সভায় শুরুতে কুরআন তেলওয়াত করেন জেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক জাহেদ হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নেজাম উদ্দিন, কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল হাসেম, সহ-সভাপতি শেখ সেলিম, স্বপণ বড়ুয়া, মিনারুল হক মিনার প্রমুখ।
উপস্থিত ছিলেন, হায়দার নেজাম, আমিন উল্লাহ, শাহজাহান, প্রমুখ।

 

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.