ছাত্রনেতা মুনাফ সিকদার পৌর যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন

নিজস্ব প্রতিবেদকঃ
আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে কক্সবাজার পৌর শহর যুবলীগের সম্মেলন । এই সম্মেলনকে ঘিরে কক্সবাজারে এখন থেকে নেতা কর্মীদের মাঝে উৎসব আনন্দ কাহ করছে যারা সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে নিবার্চূনকরছে তারা মাঠ ছষে বেড়াচ্ছেণ। স্থানীয় কর্মীদের সাথে কৌশল বিনিময় শুরু করেছেন ইতিমধ্যেই।

ফাইল ছবি

এবার কক্সবাজার  পৌর শহর যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছে রাজপথ কাঁপানো সাবেক ছাত্র নেতা এম মোনফ সিকদার। তিনি সাধারণ সম্পাক প্রার্থী হওয়ার জন্য নিজের জীবনবৃত্তান্ত জেলা কমিটিকে জমা দিয়েছেন বলে জানা গেছে।
জীবনবৃত্তান্ত থেকে জানা যায় তিনি ১৯৯৮ সাল থেকে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির শুরু হয়।পরে তিনি কক্সবাজার পৌরসভার ২নং ওয়ার্ড়েও ছাত্রলীগ সভাপতি নির্বাচিত হন।
এর পরে কক্সবাজার টেকনিক্যাল স্কুর এন্ড কলেজ শাখার সিনিয়র যুগ্ন আহবায়কের দায়িত্ব পালন করেন।
কক্সবাজার সরকারি কলেজে অধ্যায়নকালে মুনাফ সিকদার সালাহউদ্দিন- হেলাল উদ্দিন অুমােদিত কমিটির কক্সবাজার সরকারি কলেজের ছাত্রলীগ কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক হন ।
পরের কমিটিতে কক্সবাজার সরকারি কলেজের ছাত্রলীগের সিনিয়র সদস্য হিসাবে কাজ করেন।ওয়াহিদুর রহমান ও আব্দুল মজিদ অনুমোদিত কমিটির সিনিয়ির সহসভাপতির দায়িত্ব পালন করেন।
কক্সবাজার জেলা কমিটির নুরুল আজিম কনক ও এম এ মনজুর এর অনুমোদিত কমিটিতে জেলা ছাত্রলীগের সদস্য হিসাবেও দায়িত্ব পালন করে বলে জানা যায়।পরে কক্সবাজার জেলা শাখার সাংংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন মুনাফ সিকদার। ইশথিয়াক আহমদ জয় সভাপতি থাকাকালিন মুনাফ সিকদার ঐ কমিটির সহসভাপতির দায়িত্ব পালন করে নিপুণভাবে।
এর আগে মুনাফ সিকদার বাংলাদেশ ছাত্রলীগ পেশকারপাড়া ইউনিট ২নংওয়ার্ড়েও সভাপতির দায়িত্বও পালন করে।

মোস্তফা মিয়া বলেন, বাংলাদেশ আওয়ামী রাজনীতির পাঠশালা “বাংলাদেশ ছাত্রলীগ”
রাজনীতির পটভূমি শুরু বাংলাদেশ ছাত্রলীগের কর্মী
এম এ মোনাফ সিকদার, আপনি দলের জন্য কি না করেছেন ? জানে সবাই ,, ।এই ক্ষুদ্র কর্মীর রাজপথের অবদান প্রকৃত আওয়ামী রাজনীতির নেতা কর্মীদের অজানা নয়,,,,?
কক্সবাজার পৌর আওয়ামী যুবলীগ এর সাধারণ সম্পাদক পদপ্রার্থী এম এ মোনাফ সিকদার এর রাজনৈতিক ও সামাজিক জীবন বৃত্তান্তের আলোকে আগামী ৯ই মার্চ ২০২৩ ইং ব্যালেট এর মাধ্যমে আলোকিত হউক কক্সবাজার পৌর যুবলীগ।

সাজ্জাদ হোসাইন বলেন, বাংলাদেশ আওয়ামী রাজনীতির পাঠশালা “বাংলাদেশ ছাত্রলীগ”
রাজনীতির পটভূমি শুরু বাংলাদেশ ছাত্রলীগের কর্মী “এম এ মোনাফ সিকদার।এই ক্ষুদ্র কর্মীর রাজপথের অবদান প্রকৃত আওয়ামী রাজনীতির নেতা কর্মীদের অজানা নয়।কক্সবাজার পৌর আওয়ামী যুবলীগ এর সাধারণ সম্পাদক পদপ্রার্থী এম এ মোনাফ সিকদার এর রাজনৈতিক ও সামাজিক জীবন বৃত্তান্তের আলোকে আগামী ৯ই মার্চ ২০২৩ ইং ব্যালেট এর মাধ্যমে আলোকিত হউক কক্সবাজার পৌর যুবলীগ।

জাহিদুল ইসলাম চৌধুরী বলেন, বাংলাদেশ আওয়ামী রাজনীতির পাঠশালা “বাংলাদেশ ছাত্রলীগ”
রাজনীতির পটভূমি শুরু বাংলাদেশ ছাত্রলীগের কর্মী “এম এ মোনাফ সিকদার।এই ক্ষুদ্র কর্মীর রাজপথের অবদান প্রকৃত আওয়ামী রাজনীতির নেতা কর্মীদের অজানা নয়।কক্সবাজার পৌর আওয়ামী যুবলীগ এর সাধারণ সম্পাদক পদপ্রার্থী এম এ মোনাফ সিকদার এর রাজনৈতিক ও সামাজিক জীবন বৃত্তান্তের আলোকে আগামী ৯ই মার্চ ২০২৩ ইং ব্যালেট এর মাধ্যমে আলোকিত হউক কক্সবাজার পৌর যুবলীগ।

এদিকে স্থানীয় কয়েকজন যুবলীগ নেতাদের সাথে কথা হলে তারা জানান, মুনাফ সিকদার পরীক্ষিত মুজিব সৈনিক । সে যেমন জেল জুলুম সহ্য করে আজ এই পর্যন্ত এসেছে। তাকে আমাদেও মূল্যায়ন করা উচিৎ।
সাবেক জেলা ছাত্রনেতা মুনাফ সিকদার জানান, আমি স্থানীয় রাজনীতি ছাড়াও সামাজিক বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে জড়িত আছি । এই ছাত্র রাজনীতি থেকে সরিয়ে দিতে বিভিন্নভাবে আমাকে আঘাত করেছে তা উপেক্ষা করে আজকের আপনাদের প্রিয় মুনাফ সিকদার । আপনাদের দোয়া ভালবাসা থাকলে আমি এই পদে আসীন হবো ইনশাআল্লাহ । আমি সকলের সহযোগিতা কামনা করছি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.