শেফাইল উদ্দিনঃ
কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডীতে রেমিট্যান্স যোদ্ধার খামারে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
রবিবার (১৭ নভেম্বর) গভীর রাতে ইউনিয়নের নুতন মাহাল এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, চৌফলদণ্ডী নুতন মাহাল এলাকা নুর মোহাম্মদের ছেলে সৌদি প্রবাসী মোহাম্মদ আলম বশত ভিটায় একটি গরুর খামার করে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির গরু লালন পালন করে আসছে। বিদেশে ব্যবসা প্রতিষ্ঠান থাকলেও দেশের যুব সমাজকে অনুপ্রেরণা, বেকার যুবকের কর্মসংস্থান ও অর্থনৈতিক সমৃদ্ধি তার লক্ষ্য। ঘটনার দিন গভীর রাতে ১৫/২০ জনের সংঘবদ্ধ একটি চক্র খামার থেকে ২ বড় গরু চুরি করে ডাম্পার যোগে নিয়ে যায়। গরু দুইটির মুল্য প্রায় ৬ লক্ষ টাকা হতে পারে বলে ধারণা করছে এলাকার লোকজন।
পরে এ ঘটনা এলাকায় জানাজানি হলে লোকজনের মধ্যে আতংক বিরাজ করছে। এলাকার লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
খামারের মালিক মোহাম্মদ আলমের সাথে মোবাইলে কথা হলে জানান, গভীর রাতে আমার খামার থেকে সব চেয়ে বড় গরু ২ দুটি চুরি করে নিয়ে যায়। এই চিহ্নিত চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
গরুগুলো উদ্ধার করে চোর সিন্ডিকেটকে আইনের আওতায় আনতে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
স্থানীয় মেম্বার এহেছানুল হকের সাথে কথা হলে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন গরু দুইটি অনেক বড় । এ ঘটনায় মড়েল থানায় অভিযোগ করা হয়েছে।
সচেতন মহল জেলা জুড়ে চলমান গরু চুরি রোধে চোর সিন্ডিকেটকে আইনের আওতায় আনতে জেলা প্রশাসকের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
Sultangazi su kaçağı tespiti Güngören’de su kaçağı sorunumuzu bu ekip sayesinde çözdük. Çok profesyoneller. https://rapagram.com/ustaelektrikci
Batumi Satılık daire ilanları ve satılık ev fiyatları burada! 1+1, 2+1, 3+1 evler ve diğer seçenekler ile tüm satılık ev ve daireler Gürcistan’da gayrimenkul 600$/m2’den başlıyor. Batum daireleri için güncel fiyatları öğrenin. Web sitemizde her gün sıcak teklifler: kiralık daireler Batum’da daire fiyatları ne kadar? Batum’da içindeki dairelerin fiyatı 400$ ile 4.500.000$ arasında değişmektedir. Batumi Satılık Ev · Batumun Kalbinde Lüks Daire – Yatırım Fırsatı! · METROCİTY AVM İÇERİSİNDE DENİZE SIFIR FIRSAT DAİRE · BATUMDA DENİZE 50 MT YÜKSEK KİRA Batumi’de satılık emlak: 3424 teklif var. ✓ 54000$ dan başlayan fiyatlarla Batumi’deSatılık daire arayışınızı en geniş seçeneklerle karşılıyoruz. Deniz manzaralı, modern, merkezi lokasyonlu ve daha fazlası. Size özel konutlarımızı keşfedin. emlak satın alabilirsiniz. ✓ Danışma ve uzman görüşü alabilirsiniz.