বার্তা পরিবেশকঃ
পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস এর উদ্যোগে বাংলামোটর ফেয়ারলি হাউজ এর সামনে “শব্দ ও বায়ু দূষণ মুক্ত পরিবেশ চাই” এ দাবিতে এক ছাত্র-যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গ্রীন ভয়েস এর সহ-সমন্বয়ক হুমায়ুন কবির সুমন এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন গ্রীন ভয়েসের প্রাধান সমন্বয়ক আলমগীর কবির, সভায় সংহতি বক্তব্য রাখেন গ্রীন ভয়েস এর উপদেষ্টা সাংবাদিক শুভ কিবরিয়াসহ গ্রীন ভয়েসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভাগীয় সমন্বয়ক,জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় – কলেজ শাখার নেতৃবৃন্দ।
সভায় সমাপনি বক্তব্যে আলমগীর কবির বলেন বিশ্বজুড়ে বড় উদ্বেগের নাম পরিবেশ দুষণ। ঢাকাসহ সারাদেশে
জোরালো এবং অপ্রয়োজনীয় শব্দ মানুষের সহনশীলতার মাত্রা ছাড়িয়ে গেছে এবং স্বাস্থ্যের ক্ষতিসাধন হচ্ছে। অন্যদিকে বায়ু দুষণের কারনে ঢাকা শহরের পথ চলাই দুষ্কর। তাই পরিবেশ অধিদপ্তর ,সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমুহ পরিবেশ সংরক্ষ আইনের যথাযথ বাস্তবায়ন করার দাবি জানিয়েছেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.