টেকনাফ প্রতিনিধিঃ
গাজীপুরের রোহিঙ্গা কাসেম কক্সবাজারের টেকনাফে আটক হয়েছে। সে নিজেকে যুগান্তরের গাজীপুর প্রতিনিধি দাবি করে। গতিবিধি সন্দেহ হলে গার্ড ব্যাটালিয়ন (২-বিজিবি) একটি প্রাইভেট কারসহ আটক করেছে।
শনিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার হোয়াইক্যং বিজিবি চেক পোস্টে তাকে আটক করা হয়। এসময় গাড়ীটির আগে পিছে যুগান্তর পত্রিকার লোগো ছিলো। তবে গাড়িতে কিছু পাওয়া গেছে কিনা তা জানা যায়নি।
২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খাঁন জানান, বিকেলে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে হোয়াইক্যং সড়ক তল্লাশী চৌকিতে একটি প্রাইভেট কার তল্লাশী করতে চাইলে নিজেকে সাংবাদক পরিচয় দিয়ে বিজিবি সদস্যদের বাঁধা দেয়। এসময় তার আচরণ সন্দেহ হলে তাকে ব্যাটালিয়ন সদরে নিয়ে আসা হয়।
খোঁজ নিয়ে জানা যায় সে গাজীপুর জয়দেবপুর থানার নারী নির্যাতন মামলার আসামী। পরে তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, তার বিরুদ্ধে গাজীপুর জয়দেবপুর থানায় একটি নারী নির্যাতন মামলা রয়েছে। যার মামলা নং (১৮/২১)। আইনী প্রক্রিয়া মতে তাকে আদালতে প্রেরণ করা হবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.