প্রেস বিজ্ঞপ্তিঃ
গর্জনিয়াতে হাফেজ শিশুদের ঈদ সামগ্রী উপহার
দিয়েছে রামু উপজেলা প্রশাসন।
(১১ মে) মঙ্গলবার সকালে রামু উপজেলা নির্বাহী
কর্মকর্তা প্রণয় চাকমা গর্জনিয়া ইউনিয়নের পশ্চিম
জুমছড়ি গ্রামে গর্জনিয়া শাহ বদর আউলিয়া (রঃ)
হেফজখানা ও এতিমখানা ৫৫জন হাফেজদের জন্য ঈদ উপহার
সামগ্রী তুলে দেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সাংবাদিক
মোঃ নেজাম উদ্দিনের হাতে। একইদিন দুপুরে হাফেজখানা
কর্তৃপক্ষ উপহার সামগ্রী গুলো হাফেজদের মাঝে বিতরণ করা হয় । বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন গর্জনিয়া শাহ বদর আউলিয়া (রঃ) হাফেজখানা ও এতিমখানা প্রতিষ্ঠাতা
সাংবাদিক মোঃ নেজাম উদ্দিন। প্রতিটি ছাত্রকে একটি পাঞ্জাবির সেট উপহার দেওয়া হয়।
তিনি বলেন, বর্তমান সমাজে সকল শিশু কোরআন শিক্ষায় শিক্ষিত হতে হাফেজখানার বিকল্প নেই । তাই আমি চিন্তা ভাবনা করে প্রত্যান্ত এই অঞ্চলে হাফেজখানাটি প্রতিষ্ঠা করি । আমাদের রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবু প্রণয় চাকমা অত্যান্ত আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে
। তার উজ্জল উদাহারণ এই হাফেজখানা। অজোপাড়া গায়ে হাওয়ার শর্তে তিনি নিজে ফোন করে খবরা খবর রাখেন
হাফেজ শিশুরা কেমন আছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাফেজখানার বর্তমান দায়িত্বরত সভাপতি মোঃ ই্উনুস, হাফেজখানার প্রধান শিক্ষক হাফেজ নুরুল কবির, হাফেজখানার নাজেরা শাখার শিক্ষক হাফেজ আব্দুল্লাহ জাহাঙ্গীর, মরিচ্যাচর জামে মসজিদ এর পরিচালনা কমিটির সভাপতি মোঃ মহি উদ্দিন,মোঃ নজির হোসন মিন্টু, সালেহ আহমদসহ সমাজের বিভিন্ন পেশাজীবির মানুষ।উল্লেখ্য এর আগে রামু উপজেলা প্রশাসন এইসব
সুবিধা বঞ্চিত শিশুদের কক্সবাজার সমুদ্র সৈকত দেখার সুযোগ করে দেন।
১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:১৬
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.