প্রেস বিজ্ঞপ্তিঃ
খৎনা করতে গিয়ে শিশুর পুরুষাঙ্গ কেটে ফেলায় ০২ জনকে আটক করেছে র্যাব১৫ । তাদের মহেশখালীর সিপাহীরপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
জান গেছে, গত বছর ২৮ নভেম্বর মোঃ মনজুর আলম তার ০৮ বছরের শিশুকে খৎনা করানোর জন্য কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ছোট মহেশখালীর সিপাহীর পাড়াস্থ মেসার্স জাহেদ মেডিকোতে নিয়ে যায। পরবর্তীতে জয়নাল আবেদীন নামে পল্লী চিকিৎসক খৎনা করার সময় শিশুটির পুরুষাঙ্গ কেটে ফেলে। শিশুটির অবস্থা আশংকাজনক হওয়ায় শিশুর পিতা তাকে অন্য হাসপাতালে ভর্তি করান। উক্ত ঘটনার পর পল্লী চিকিৎসক ও তার সহযোগী শিশুটির পিতা-মাতাকে বিভিন্ন ভয়ভীতি দেখাতে থাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয়। এ সংক্রান্তে গত ১০ ফেব্রুয়ারি ২০২২ তারিখ শিশুটির পিতা বাদী হয়ে ০২ জনের নাম উল্লেখ করে মহেশখালী থানায় একটি মামলা দায়ের করেন। এই ঘটনাটি বিভিন্ন স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়।
উক্ত ঘটনাটি র্যাব-১৫ অবহিত হয়ে বর্ণিত আসামীদের গ্রেফতারের নিমিত্তে অভিযানে নামে। একপর্যায়ে গত ০১ ফেব্রুয়ারি ২০২২ তারিখ র্যাব-১৫ গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন সিপাহীরপাড়া এলাকা থেকে ১। জয়নাল আবেদীন (৩৫),২। মিজানুর রহমান (২৮),উভয় পিতা-মোঃ ইসলাম সাং- সিপাহীরপাড়া ০২ নং ওয়ার্ড থানা- মহেশখালী জেলা- কক্সবাজার’দের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পূর্বের মামলা মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১০:৫৭
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.