খালেদা-ফখরুল জাতীয় দুশমন : হাছান
ওয়ান নিউজঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় দুশমন বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
জাতীয় প্রেস ক্লাবে সোমবার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, ‘২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস হিসেবে সংসদে পাস হয়েছে। কিন্তু বিএনপি এখনো অভিনন্দন জানায়নি, আর জামায়াতের তো অভিনন্দন জানানোর প্রশ্নই আসে না।’
সাবেক এ বনমন্ত্রী বলেন, ‘যারা দিবসটি পালন করবে না তারা জাতীয় বেঈমান। আর যারা ২৫ মার্চ গণহত্যা চালিয়েছিল তারা ও তাদের দোসরও বেঈমান।’
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান গুপ্তচর হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন মন্তব্য করে তিনি বলেন, ‘বিএনপির ২০ দলীয় জোটে জামায়াত ২য় দল। আর কিছু ইসলামী দল নিয়ে এ জোট, যাদের অনেক নেতা আফগানিস্তানে ট্রেনিং নিয়েছিল। আরেকজন আছেন শফিউল আলম প্রধান, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেভেন মার্ডারের প্রধান আসামি ছিলেন। জিয়া তারা সাজা মওকুফ করেছিলেন। সেসব দল ও নেতাদের সমন্বয়ে এ জোট।’
হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি নিজেদের মুক্তিযোদ্ধার দল বলে। কিন্তু তারা গুপ্তচর হিসেবে যুদ্ধে অংশ নিয়েছিল। অনেকে বাধ্য হয়ে মুক্তিযোদ্ধার ছদ্মবরণ করেছিলেন।’
তিনি বলেন, ‘২০ দল একটি জঙ্গি জোট। তাদের নেতা খালেদা ও ফখরুল ইসলাম জাতীয় দুশমন। কারণ যারা ২৫ মার্চ গণহত্যা চালিয়েছিল তাদেন সাথে তারা জোট বেধেছে। দেশবাসীকে আহ্বান জানাব, ২৫ মার্চের গণহত্যাকারীদের সঙ্গে যারা জোট বাধে তাদের প্রতিরোধ করুন।’
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন দাশ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.