ক্যান্সার আক্রান্ত নাজমার পাশে হিলফুল ফুযুল যুব কাফেলা

কাপ্তাই প্রতিনিধি,

হিলফুল ফুযুল যুব কাফেলা সামাজিক সংগঠনের পক্ষ হতে ক্যান্সার আক্রান্ত নাজমা আক্তার নাজুর চিকিৎসার জন্য তার পিতার নিকট বুধবার (৭জুলাই) বিকাল ৩টায় আর্থিক অনুদান প্রদান করা হয়।
ক্যান্সার আক্রান্ত নাজমা আক্তার নাজু রাঙ্গামাটি কাপ্তাই জাকির হোসেন স’মিল এলাকার মো নুরুল আমিন এর মেয়ে। নাজমা আক্তার দীর্ঘ দিন যাবৎ কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসাধীন আছে। অনুদান প্রধান কালীন
সময় উপস্থিত ছিলেন সংগঠনের‌ সভাপতি মোহাম্মদ আসিফুল ইসলাম, সহ-সভাপতি নূর রাইয়্যান সা’দ, সাধারণ সম্পাদক ফাহিম ফয়সাল সাকিব , সহ-ব্যবস্থাপনা সম্পাদক কাজী মোঃ আরিফ হোসেন তানভীর,ও কার্যকারী সদস্য মো রাকিব, মো সজীব, মো রিয়াদ,
সংগঠন সভাপতি মোহাম্মদ আসিফুল ইসলাম বলেন, দুস্থ অসহায়, গরীব দুঃখীদের পাশাপাশি শিক্ষা বঞ্চিতদের নিয়ে কাজ করার আশ্বস্ত করেন।এবং সমাজের দায়িত্বশীল‌ ও উঁচু শ্রেণীর মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান।

ছবিসংযুক্তঃ হিলফুল ফুযুল যুব কাফেলা সংগঠনের পক্ষ হতে ক্যান্সার আক্রান্ত নাজমার পিতার নিকট নগদ অর্থ সহায়তা প্রদান করে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.