নিজস্ব প্রতিবেদকঃ
অভিযোগ তদন্তে আসা কেন্দ্রীয় দুই নেতার সামনে কক্সবাজারের টেকনাফ উপজেলা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। রোববার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে চলা বৈঠকে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল মোস্তফা ও তার কমিটির বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্তে কেন্দ্র থেকে দুই সদস্যের কমিটি গঠন করা হয়। এ কমিটি এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন। এরই পরিপ্রেক্ষিতে রোববার বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে তদন্ত কমিটির সদস্য ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহমুদুল হাসান ও উপ-সাহিত্য সম্পাদক এসএম রিয়াদ হাসান উপস্থিত ছিলেন। এ সময় আরও ছিলেন- কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক মারুফ আদনান।
সভায় উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের অনুভূতি প্রকাশের শেষ পর্যায়ে হোয়াইক্যং শাখা ছাত্রলীগের সদস্য ফরহাদ মাহমুদ তার বক্তব্যে কিছু সাংঘর্ষিক বিষয় উত্থাপন করলে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের কিছু সমর্থক ও নেতাকর্মী এতে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। পরে কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ বিষয়ে হোয়াইক্যং ছাত্রলীগের কর্মী ফরহাদ মাহমুদ বলেন, বিগত দিনে টেকনাফ উপজেলা ছাত্রলীগের একটি অংশ স্থানীয় ও উপজেলা নির্বাচনে নৌকার বিরুদ্ধে অবস্থান নেয়। সেটা বলার সঙ্গে সঙ্গে চেয়ার ভাঙচুর শুরু হয়। কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসাইন বলেন, তদন্ত করতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে টেকনাফ গিয়ে বৈঠক করি। বৈঠকে দু’পক্ষের মধ্যে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। বিষয়টি ঘটনাস্থলে সমাধান করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা থেকে বিরত থাকতে বলা হয়েছে। উপজেলা কমিটির সাধারণ সম্পাদকের তদন্তের বিষয়টি এখনো চলমান। ২০২১ সালের ১৩ এপ্রিল কক্সবাজার জেলা ছাত্রলীগ কর্তৃক ঘোষিত টেকনাফ উপজেলা কমিটিতে সাইফুল ইসলাম মুন্নাকে সভাপতি ও নুরুল মোস্তফাকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এরপর থেকে নুরুল মোস্তফার বিরুদ্ধে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ ওঠে। এদিকে, চলতি মাসের ৮ এপ্রিল বিকেলে উপজেলার হ্নীলা মৌলভীবাজারে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রæপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ ও উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল মোস্তফাসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৬:১২
আগের খবর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.