কুতুব‌দিয়া সরকা‌রি কলেজে বাড়‌তি ফি নেওয়ায় বিক্ষোভ

ফয়সাল উদ্দিন রিপন.কুতুবদিয়াঃ

কুতুব‌দিয়া সরকা‌রি কলেজে এইচ এস সি পরীক্ষার ফরম পুরণে অতিরিক্ত ফি নেওয়ায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রোববার সকাল সা‌ড়ে ১০ টার দি‌কে অর্ধশত ছাত্র-ছাত্রী মি‌ছিলসহ কলেজ প্রাঙ্গণে যায়। এসময় শিক্ষার্থীরা অধ‌্যক্ষে‌র বিরু‌দ্ধে বি‌ভিন্ন শ্লোগান দেয়।

উক্ত কলেজ পড়ুয়া শিক্ষার্থী জায়েদ ইকবাল রানা বলেন, মান‌বিক, ব্যবসায় শিক্ষা শাখায় বোর্ড ফি, কেন্দ্র ফিসহ ২২২৫ টাকা। কিন্তু নেওয়া হচ্ছে ২৮০০ টাকা। বিজ্ঞান শাখায় ২৭৮৫ টাকা হ‌লেও নেওয়া হচ্ছে ৩৩০০ টাকা। সরকার নির্ধা‌রিত ফি ছাড়া আমরা বাড়‌তি কোন টাকা দিবো না।
তিনি আ‌রও ব‌লেন, উপ‌জেলায় কুতুব‌দিয়া মডেল স্কুল এন্ড ক‌লেজে মান‌বি‌কে ২০২০ টাকা, ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২৫০০ টাকা নেওয়া হয়। সরকা‌রি কলেজে অবশ্যই কম নি‌তে হবে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাহেরা বেগম বলেন, এইচএস‌সি ফরম পুরণ বাবদ কোন বাড়‌তি টাকা নেওয়া হচ্ছে না। ব্যবহারিক ও কেন্দ্র ফি না নি‌য়ে খণ্ডকালীন শিক্ষকদের বেতন বাবদ ৮০০ টাকা নেওয়া হ‌চ্ছে।

  1. tlovertonet বলেছেন

    I really like your writing style, good info, regards for putting up :D. “Inquiry is fatal to certainty.” by Will Durant.

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.