উখিয়া উপজেলার ব্যস্ততম শহর কুতুপালং বাজার ব্যবসা সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে । কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রোহিঙ্গা অধ্যাসিত বাজার হিসেবে পরিচিত ও ব্যস্ততম শহর কুতুপালং বাজার ব্যবসায়ীর সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার (২৬ শে অক্টোবর ) সকালের সমিতির কার্যালয়ে তফসিল ঘোষণা করেন উখিয়া উপজেলার সমবায় কর্মকর্তা সলিমুল্লাহ । এ সময় সমিতির নির্বাচন পরিচালনা করতে কার্যকরী কমিটি গঠন করা হয়। প্রধান নির্বাচনী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন সমবায় অফিসার। সাথে ছোটন কুমার চৌধুরী ও মিজানুর রহমান দায়িত্বে থাকবেন।
তফসিল অনুসারী একজন করে সভাপতি ও সহ সভাপতি, সাধারণ সম্পাদক কোষাধক্ষ ও ৫ জন ব্যবস্থাপনার কমিটির সদস্য নির্বাচিত হবেন।
নির্বাচনে মনোনয়ন বিতরণ করা হবে ৩০শে অক্টোবর, ২/১১/২২ মনোনয়ন দাখিল করা হবে, ৩/১১/২২ বৈধ ও প্রার্থিতা খসড়া তালিকা উপজেলা সমবায় অফিস কার্যালয়ে প্রকাশ করা হবে। আপত্তি ও আপিল আবেদন ৭/১১/২২ প্রার্থীতা প্রত্যাহারের তারিখ ১৩/১১/২২ ও প্রতীক বরাদ্দে চূড়ান্ত তালিকা ১৪/১১/২২ উপজেলা সমবায় অফিস কার্যালয়ে কার্যক্রম সম্প্রদান করবেন। ২৬/১১/২২ কুতুপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যবসায়ীদের মধ্যে সৃষ্টি হয়েছে আনন্দ উল্লাস। তবে ব্যবসায়ীরা তরুণদের কমিটিতে আসার এমনকি নির্বাচিত করার কথা বলে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.