কুটুমবাড়ি রেস্টুরেন্ট পথশিশুদের নিয়ে ব্যতিক্রমধর্মী অমর একুশে পালন

নিজস্ব প্রতিবেদকঃ
পর্যটন নগরী কক্সবাজারের পথ শিশুদের নিয়ে মহান মাতৃভাষা দিবস পালন করেছে কুটুম বাড়ি রেস্টুরেন্ট ও হোটেল আইলেন্ডিয়া ।
সোমবার (২১ ফ্রেরুয়ারি) প্রথম প্রহরে শত শত পথ শিশুদের নিয়ে কুটুমবাড়ি রেস্টুরেন্ট ও আইলেন্ডিয়ার মালিক রূপা পাশা ও নুরুল কবির পাশা এই ব্যতিক্রমধর্মী আয়োজন করেন।
তারা প্রথম প্রহরে ( রাত ১২.০১ মিনিটে) কক্সবাজার শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পণ করেন।
পরে হোটেল আইলেন্ডিয়া কুটুমবাড়ি স্বত্বাধিকারি নুরুল কবির পাশা পথশিশুদের অপরাধ কাজ থেকে বিরত থাকতে শপথ বাক্য পাঠ করান।
হোটেল আইলেন্ডিয়া কুটুমবাড়ি স্বত্বাধিকারি নুরুল কবির পাশা বলেন,৷ এই শিশুরা অধিকার থেকে বঞ্চিত। আমরা যদি তাদের দায়িত্ব নিই তবে তারা সুন্দর একটি সমাজ দিতে পারবে৷ তাদের খাবার, পোষাক ও লেখাপড়ার ব্যবস্থা করতে পারলে সমাজ অনেকটা সুস্থ হয়ে গড়ে উঠবে।
যদি তাদেরকে আমরা এভাবে গড়ে তুলি তবে এই শিশুরা সমাজে একসময় অপরাধ করতে দ্বিধাবোধ করবেনা। তাই আমাদের সকলকে এগিয়ে আসতে হবে৷
পথশিশুদের নিয়ে কাজ করা সংগঠন আমরা নতুন জীবন এর পরিচালক ওমর ফারুক হিরো বলেন, আজকের এইদিনে সুন্দর একটি আয়োজন করেছে কুটুমবাড়ি ও হোটেল আইলেন্ডিয়া। তারা অন্তত একটি দিন এই অসহায় শিশুদের পাশে দাঁড়িয়েছে। ঠিক সেইভাবে যদি সমাজে সম্পদশালীরা একদিন করে ভাগ করে নিয়ে পথশিশুদের দায়িত্ব নিতো তবে দেশে আর পথ শিশু থাকতো না।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.