আবুল কালাম চট্টগ্রামঃ
বৈশ্বিক মহামারির করোনা ভাইরাস (কোভিট-১৯) সংক্রমণের কারনে চলমান লকডাউনে শ্রমিক না পেয়ে মাঠের পাকা ধান কাটা নিয়ে চিন্তিত ছিলেন কৃষক নূর হোসেন। এমন সময় তার পাকা ধান কাটায় এগিয়ে আসে ছাত্রলীগ। প্রায় ২ বিঘা জমির ধান কেটে তার বাড়িতে পৌছে দেওয়া হয়।
মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের কৃষক নূর হোসেনের প্রায় ২ বিঘা জমির পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন পোমরা ইউনিয়ন ছাত্রলীগের সদস্যরা।
ধান কাটায় অংশ নেন সেলিমা কাদের ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি জনাব এ.কে মামুন,পোমরা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম,শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক জয় রাজ,ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের দপ্তর সম্পাদক আতিক হাসান ইমন,৪নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন,পোমরা ইউনিয়ন ছাত্রলীগ নেতা রিয়াজ মোরশেদ,সুজন,নিরব ইমন,তানজিল উদ্দিন সিজান,আবদুর রাকিব, রবিন, আরিফ,আহমেদ,ফারুক,মোজাম্মেল,ইমরান,জাহেদ,
আকিব,রাহাত,ফরিদ,সোহেল প্রমূখ।
কৃষক নূর হোসেন বলেন, ‘গত দুদিন আগে আমার জমির ধান পেকেছে। কিন্তু কাটার জন্য শ্রমিক পাচ্ছিলাম না। ছাত্রলীগের ভাইয়েরা ধান কেটে দেয়ায় আমার অনেক উপকার হয়েছে। বিশেষ করে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ছাত্রলীগের এ,কে মামুন ভাইয়ের প্রতি, যার আন্তরিকতায় আমার এই ধানগুলো ছাত্রলীগ ভাইয়েরা কেটে দিয়েছে এবং বাড়িতে পৌঁছানো ব্যবস্থা করেন।
সেলিমা কাদের ডিগ্রি কলেজের ছাত্রলীগের সভাপতি এ,কে, মামুন বলেন– করোনার এই মহামারিতে গরিব কৃষকরা তাদের পাকা ধান ঘরে তোলার ক্ষেত্রে চিন্তিত হয়ে পড়েন তাদের পাশে দাঁড়ানোর জন্য রাঙ্গুনিয়া সংসদ তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দেশনায় পোমরা ছাত্রলীগের সদস্যরা মিলে নূর হোসেন ভাইয়ের ধান কেটে দিয়েছি আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.