প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজার সিটি প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
গতকাল সোমবার (২ আগস্ট) সকাল ১১ টায় কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন দৈনিক রুপালী সৈকত কার্যালয় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন কক্সবাজার সিটি প্রেসক্লাবের সভাপতি নুরুল আমিন সিদ্দিক,কক্সবাজার সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলীম নোবেল, সিনিয়র সদস্য সাংবাদিক নেজাম উদ্দিন নুরুল হক চকুরী, মোঃ আবুল হাসেম, ওমর ফারুক সোহাগ, রেজাউল করিম প্রমুখ ।
এসময় দেশের চলমান পরিস্থিতির ওপর বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে গুরুত্ব তুলে ধরা হয় কোভিট ১৯ মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।
গত কয়েকদিন যাবত ভারী বৃষ্টিপাত ও পাহাড় ধ্বস ও বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের পাশে দাঁড়ানোর সংশ্লিষ্ট প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধি এবং বিত্তবান ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন কক্সবাজার সিটি প্রেসক্লাবের নেতৃবৃন্দরা।
অনুষ্ঠানে সকল সদস্য বৃন্দ উপস্থিত থাকায় ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন কক্সবাজার সিটি প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন সিদ্দিক।
তিনি আরো একথা বলেন, আমরা মুক্তিযুদ্ধের চেতনায় দেশ ও সমাজের সেবা করার মনোভাব নিয়ে ঐক্যবদ্ধ হয়েছি। পেশাদারিত্ব মনোভাব নিয়ে কক্সবাজার সিটি প্রেসক্লাবের সকল সদস্যগণ দায়িত্ব পালন করবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.