কক্সবাজার পাসপোর্ট অফিসের নামে ভূয়া নিয়োগ বিজ্ঞপ্তি

মোঃ নেজাম উদ্দিন,

কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে জরুরি ভিত্তিতে লোক নেওয়া হবে বলে একটি নিয়োগ বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেইজে পোস্ট করা হয়েছে।
তবে কক্সবাজার পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ বলছে, বিজ্ঞপ্তিটি ভূয়া। এতে বিভ্রান্তি পড়েছেন চাকরিপ্রার্থীরা। এ নিয়ে কক্সবাজার পাসপোর্ট অফিস কর্তৃপক্ষও বিব্রত অবস্থায় রয়েছেন। গুজবটি ছড়ানোর পর তাদের কাছে নানা জায়গা

থেকে ফোন আসছে ।

খোঁজ নিয়ে জানা গেছে, পাসপোর্ট অফিসের নিয়োগ আসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয় থেকে সরকারি নিয়ম অনুযায়ী বিজ্ঞপ্তির মাধ্যমে। যেখানে নিয়োগের যাবতীয় তথ্যসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার নাম ও স্বাক্ষর থাকবে। তবে ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টারটি তৈরি করা হয়েছে মোবাইল ফোনের মাধ্যমে। ব্যবহার করা হয়েছে মোবাইলের ফন্ট। উল্লেখ করা হয়েছে ‌‘ পুরুষ কাউন্টার, মহিলা কাউন্টার, স্পেশাল কাউন্টারে নারী ও পুরুষ নিয়োগ দেওয়া হবে’। সেখানে বেতন ও পদসংখ্যা নির্ধারিত নয় বলে উল্লেখ করেছেন। নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য একটি মেইলও উল্লেখ করা হয়েছে। তবে এটি পাসপোর্ট অফিসের কোনও মেইল না বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাদের সঙ্গে মেসেজ দিয়ে যোগাযোগ করা হবে, তারা ৪ ঘন্টার মধ্যে ব্যাংক ড্রাফট জমা করার জন্য বলা হয়েছে।

কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিস সহকারী পরিচালক একে এম আবু সাঈদ বলেন, ‘নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়টি সম্পূর্ণ ভুয়া। এছাড়া আমাদের নিয়োগ আমাদের নিজস্ব অধিদপ্তর কার্যালয় থেকে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে হয়ে থাকে । এ বিষয়ে আমরা দ্রুত তাদের বিরুদ্ধে সাধারন ডায়েরি করা পূর্বক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করছি ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.