কক্সবাজারে সাংবাদিকদের পর্যবেক্ষক কার্ড দিতে অনিহা নির্বাচন কর্মকর্তার

নিজস্ব প্রতিবেদকঃ

দেশের সরকারি তালিকাভুক্ত পত্রিকা চিনেনা বা পড়েন না বলে নির্বাচনের পর্যবেক্ষক কার্ড দেননি কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা শাহাদাত হোসেন।
সম্প্রতি কক্সবাজার জেলার তিন উপজেলা পৌর ও ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছ আগামী সোমবার (২০ সেপ্টেম্বর)।
সে নির্বাচনের পর্যবেক্ষক কার্ড নিতে কক্সবাজার জেলা থেকে জাতীয় পত্রিকায় নিয়োগপ্রাপ্ত বেশ কয়েকজন সাংবাদিক ডকুমেন্টস জমা করলেও তাদের পর্যবেক্ষক কার্ড দিতে অপারগতা প্রকাশ করেছেন তিনি।
জেলা নির্বাচন কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, আমি বেশ কয়েকটি পত্রিকা চিনিনা তাই তাদের পর্যবেক্ষক কার্ড দেওয়া হয়নি।
এদিকে জেলায় দায়িত্বরত নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকরা জানান, আমরা জাতীয় পত্রিকায় কর্মরত আছি। গত (শনিবার) ডকুমেন্টস জমা দিয়েছিলাম।
আজকে রবিবার(১৯ সেপ্টেম্বর) নির্বাচন অফিসে এসে যোগাযোগ করা হলে আমাদের কার্ড হয়নি বলে জানান। নির্বাচন কর্মকর্তা শাহাদাত হোসেনকে ফোন করে জানতে চাওয়া হলে তিনি জানান, আপনার পত্রিকা আমি চিনি না তাই আপনাদের কার্ড দিতে পারবো না। যাচাই বাচাই থেকে বাদ পড়েছে।
কক্সবাজার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এব্যাপারে আমি নির্বাচন কর্মকর্তার সাথে কথা বলছি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.