কক্সবাজারে লক্ষাধিক টাকা দামের অবৈধ গোল কাঠ আটক করেছে কক্সবাজার উত্তর বনবিভাগের সদর রেঞ্জ।
রবিবার (১৩ জুন)সদর রেঞ্জ কর্মকর্তা এ,কে এম আতা এলাহী এর নেতৃত্বে কক্সবাজার সদরের
রেঞ্জাধীন বিভিন্ন এলাকায় টহলরত কালিন পাচারের উদ্দেশ্যে সদ্য কর্তিত গোল কাঠ জব্দ করা হয়।
কক্সবাজার উত্তর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা এ,কে এম আতা এলাহী জানান, দেশের বিভিন্ন জায়গায় পাচারের জন্য গতকাল সন্ধ্যা ৭টারদিকে কক্সবাজারের পি এম খালী চেরাংঘর বাজার এলাকা হতে বাংলাবাজার অভিমুখী আকাশমনি গোল কাঠ অবৈধভাবে পরিবহন কালে পিকআপ গাড়ী সহ আকাশ মনি গোল কাঠ জব্দ করে শহর রেঞ্জ হেফাজতে আনা হয়। জব্দকৃত গোল কাঠের পরিমান আনুঃ১শত ঘনফুট।
তিনি আরো জানান পাচারকারি যতই শক্তিশালী হউক না কেন আমরা তাদের প্রতিহত করবো । বনবিভাগের একটি গাছও আমরা কাঠ খেকোদের হাতে যেতে দিব না এগুলো কার কাঠ তা আশপাশে তল্লাশী করে কাউকে খুঁজে পাওয়া যায়নি। ১৯২৭ সালের বন বিভাগের আইনে অবৈধভাবে কাঠ পাচার শাস্তিযোগ্য অপরাধ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.