কক্সবাজার প্রতিনিধি
টানা বর্ষণ ও উজান থেকে নামা আসা পাহাড়ি ঢলে কক্সবাজারের ঈদগাঁও ফুলেশ্বরী নদী উপর নির্মিত ব্রিজের পিলারসহ দুটি স্প্যান ভেঙে গেছে। বৃহস্পতিবার (১ জুলাই) ব্রিজটি আকস্মিক ভেঙে পড়ায় কক্সবাজার সদর উপজেলার পোকখালী-জালালাবাদ ইউনিয়নের অর্ধ লাখ মানুষ ভোগান্তিতে পড়েছেন। জালালাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান ও ব্রিজ এলাকার ইউপি সদস্য ওসমান সরোয়ার ডিপো জানান, গত দুদিন ধরে টানা বর্ষণ চলছে। বুধবার দুপুর থেকে মৌসুমের প্রথম ঢল নেমেছে ঈদগাঁও ফুলেশ্বরী নদীতে। মাঝারি মানের স্রোতের তোড়েই জালালাবাদ মনজুর মৌলভীর দোকান এলাকার দুই ইউনিয়নের সংযোগ ব্রিজটি ভেঙে পড়ে। মনসুর আলম নামের স্থানীয় এক যুবক বলেন, ২০০৬-০৭ সালের দিকে ব্রিজটি নির্মাণের পর দুই পারের লোকজনের যাতায়াত সহজ হয়। কিন্তু বৃহস্পতিবার এটি ভেঙে পড়ে। এতে এ এলাকার মানুষ ভোগান্তিতে পড়বে। পোকখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রফিক বলেন, বৃহস্পতিবার সকালে ঢলের পানির তোড়ে ব্রিজের মধ্যবর্তী দুটি স্প্যান ও একটি পিলার ভেঙে নদীতে তলিয়ে গেছে। এ সময় ব্রিজ পার হতে গিয়ে ৮-১০ জন পথচারীও নদীতে পড়ে গিয়ে সামান্য আহত হন। জালালাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইমরুল রাশেদের মুঠোফোনে বেশ কয়েকবার কল করা হলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
এলজিইডির কক্সবাজার সদর উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, ভেঙ্গে যাবার খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।
২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৪:৪১
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.