মোঃ নেজাম উদ্দিন, কক্সবাজারঃ
লিংক রোড়ের চিহ্নিত সন্ত্রাসী কক্সবাজার শ্রমিক লীগের নেতা জহির সিকদার হত্যা মামলার ২নং আসামী তাহের সিকদারের নেতৃত্বে হেরিটেজ ট্রাভলসের জিএম আব্দুর রহিমের উপর হামলার প্রতিবাদে কক্সবাজার দূর পাল্লার পরিবহন জিএম ও ম্যানেজারবৃন্দ বিক্ষোভ সমাবেশ করেছে।
রবিবার (১৯ ফ্রেরুয়ারি) পর্যটন নগরী কক্সবাজার ডলফিন মোড়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভ সমাবেশে কক্সবাজারের বিভিন্ন পরিবহনের শ্রমিক নেতাসহ সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করে।
গত ১৫ ফ্রেরুয়ারি সন্ধ্যায় হেরিটেজ ট্রাভলসের জিএম আব্দুর রহিমের উপর অতর্কিত হামলা করা হয়। এরই প্রেক্ষিতে পরিবহন সেক্টরের সকলকে নিয়ে বিক্ষোভ সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা পরিবহণ মালিক সমিতির সভাপতি আব্দুস সালাম কোম্পানি, কক্সবাজার জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুজ্জামান, কক্সবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের রেজি-চট্র ২১২৯ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোবারক হোসেন, বিক্ষোভ সমাবেশ সঞ্চালনা করেন বাঁধন পরিবহন এর ম্যানেজার শহিদ,কক্সবাজার বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি শাহনেওয়াজ শ্যামলী এন আর পরিবহণের জিএম রিপন, বিপুল পরিবহনের ম্যানেজার গিয়াস উদ্দিন, কক্সবাজার জেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি খোরশেদ আলম শামিম।
বক্তব্যকারিরা বলেন, তাহের আহমদ সিকদার নিজেকে পরিবহণ মালিক সমিতির সভাপতি দাবি করে প্রতিনিয়ত সড়কে ব্যারিকেট দিয়ে বাস মিনিবাস থেকে চাঁদা আদায় করছে। সে জেলা শ্রমিক লীগের সভাপতি জহির সিকদার হত্যা মামলার আসামী।
কক্সবাজার বাস মিনিবাস কোচ মালিক সমিতির সভাপতি শাহনেওয়াজ চৌধুরী বলেন, তাহের আহমদ সংগঠনের কেউ নয়। সে রশিদ বিহীন চাঁদাবাজি শুরু করেছে। এমন চাঁদাবাজ থেকে পরিবহন সেক্টরকে বাঁচাতে হবে।
কক্সবাজার জেলা পরিবহণ মালিক সমিতির সভাপতি আব্দুস সালাম কোম্পানি বলেন, তাহের আহমদ সিকদার যে চাঁদাবাজি শুরু করেছে তা বলার অপেক্ষা রাখেনা। এই তাহের সিকদার সড়কে গভীর রাতে দাড়িয়ে থেকে বাস মিনি বাস থেকে চাঁদা আদায় করছে। যদি এমন আবারো করে তাৎক্ষণিক ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন। আমরা নিবন্ধিত সংগঠন হিসাবে এমন চাঁদাবাজদের বয়কট করছি।বিক্ষোভ সমাবেশে পরিবহন সেক্টরের সকলে উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.