কক্সবাজারে তিন দোকানিকে ৬০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
বাজারে অভিযান পরিচালনা করেন কক্সবাজার ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক ইমরান হোসাইন টিসিবির পণ্য দোকানে বিক্রি, চালের অধিক মূল্য নেওয়া, পণ্যের মূল্য ঘষামাজা করে টেম্পারিং, মূল্য তালিকা না থাকা এবং রোহিঙ্গা ক্যাম্পের পণ্য বিক্রয়ের অভিযোগে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত কক্সবাজার পৌর শহরের বড় বাজারে পৃথক এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন ভোক্তা অধিদপ্তরের কক্সবাজার সহকারী পরিচালক মো. ইমরান হোসাইন। জরিমানার আওতায় আসা ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে হক অ্যান্ড ব্রাদার্সকে ৫০ হাজার টাকা, মেসার্স উদয়ন ট্রেডার্সকে ৫ হাজার টাকা এবং বাঘা স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷ জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অব্যাহত রয়েছে বলে জানান ইমরান হোসেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.