কক্সবাজারে অবৈধ গোলকাঠ ভর্তি ডাম্পার আটক

কক্সবাজারে অবৈধ কাঠ ভর্তি ডাম্পার আটক

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার সদরের পিএমখালি রেঞ্জের বাংলাবাজার ও চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালি রেঞ্জের ছিকলঘাট এলাকা থেকে অবৈধভাবে পাচারকালে অভিযান চালিয়ে সেগুন কাঠসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১৭০ঘনফুট গোলকাঠ ভর্তি দুটি ডাম্পার (মিনি ট্রাক) আটক করেছে কক্সবাজার উত্তর বনবিভাগ ৷ বুধবার (২৯ ডিসেম্বর ) গভীররাতে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানান কক্সবাজার উত্তর বনবিভাগের স্পেশাল ওসি একেএম আতা এলাহী।

বনবিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের ফাসিয়াখালি রেঞ্জ এলাকা থেকে অবৈধভাবে সংরক্ষিত বনের এলাকা থেকে গাছ কেটে দেশের বিভিন্ন জায়গায় পাচারকালে গোলকাঠ ১০০ ঘনফুট কাঠসহ ডাম্পার (মিনি ট্রাক) আটক করা হয়। গাড়ির নাম্বার চট্রমেট্রো-ড-১০৫৮।
পরে সেটি ডিপো অফিসের হেফাজতে আনা হয়।
একইদিন রাতে কক্সবাজারের চকরিয়ার ছিকলঘাটা এলাকা থেকে গাড়িভর্তি ৬০ থেকে৭০ ঘনফুট সেগুনকাঠ আটক হয়।
কক্সবাজার উত্তর বনবিভাগ স্পেশাল ওসি একেএম আতা এলাহী জানান, জব্দকৃত কাঠ ও ডাম্পার অফিস হেফাজতে আনা হয়েছে। যারা এই অবৈধ কাজে জড়িত তাদের বিরোদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ৷ তিনি এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।

গোপন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী ব্যক্তি চকরিয়া, লামা ও কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে অবৈধ উপায়ে বনের গাছ কেটে দেশের বিভিন্ন জায়গায় পাচার করে আসছিল।

কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সরকার বলেন, পরিবেশ ও বনভূমি রক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।
যারা পরিবেশ ধ্বংস করবে বন উজাড় করবে তাদের বিরোদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.