এ.কে.এম মোজাম্মেল হক মেমোরিয়াল স্কুল এর মহান স্বাধীনতা দিবস উদযাপন।

প্রেস বিজ্ঞপ্তিঃ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সকাল ৮.০০টায় স্কুল প্রাঙ্গনে ব্যাপক কর্মসূচী সম্পন্ন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য জনাবা তাহমিনা নুসরাত লুনা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক জোসনা হক, প্রধান অতিথির বক্তৃতায় ছাত্র-ছাত্রীর সামনে মহান স্বাধীন গুরুত্ব তুলে ধরেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ জনাব আলহাজ্ব মমতাজুল হক। প্রথমবারে মহান স্বাধীনতা দিবসে জাতীয় কুচকাওয়াজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৩য় স্থান অধিকার করায় ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের স্কুল কর্তৃপক্ষ মিষ্টি বিতরণ করেন এবং ছাত্র-ছাত্রীদের আরও উৎসাহিত হওয়ার জন্য পরামর্শ দেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.