উপজেলা প্রেসক্লাব উখিয়ার পুর্ণাঙ্গ কমিটি গঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

মোঃ মিজান উর রশীদ মিজান সভাপতি, মোসলেহ উদ্দিন সাধারণ সম্পাদক

উপজেলা প্রেসক্লাব উখিয়ার পুর্ণাঙ্গ কমিটি গঠিত

সংবাদ বিজ্ঞপ্তিঃঃ ন্যায়ের পথে অবিচল থাকার দৃঢ প্রত্যয়ে প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের নিয়ে কক্সবাজারের উখিয়ায় ‘উপজেলা প্রেসক্লাব উখিয়া’র পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। ২০১৬ সাল থেকে হাটি হাটি পা পা করে গত ২ জানুয়ারি ২০১৮ শুক্রবার বিকাল ৪ টায় উখিয়া উপজেলায় কর্মরত সংবাদদাতাদের নিয়ে উখিয়াস্থ জলিল প্লাজায় অনুষ্ঠিত সভায় এ সংগঠনটি প্রথম আত্মপ্রকাশ করে। সর্বশেষ গত ২মার্চ ২০১৮ শুক্রবার পর্যটকদের তীর্থস্থান ইনানী সী বীচ ক্যাফেতে আয়োজিত সভায় সবার সম্মতিক্রমে, কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক আলোকিত উখিয়ার সম্পাদক মোঃ মিজান উর রশীদ মিজান কে সভাপতি, দৈনিক আলোকিত বাংলাদেশ, দৈনিক রুপালী সৈকত পত্রিকার উখিয়া প্রতিনিধি মোসলেহ উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সাংবাদিকদের সম্বনয়ে সংগঠিত সংগঠন প্রেসক্লাব রাষ্ট্র, সমাজ সংস্কার, সামাজিক উন্নয়নসহ মানব কল্যাণে ব্যাপক ভূমিকা পালন করে থাকে। একটি সংবাদপত্রই হচ্ছে দেশের আয়না। আর এই আয়নার প্রবর্তক হচ্ছে একজন সংবাদকর্মী।

সংবাদকর্মীর বস্তু নিষ্ঠ  সংবাদ প্রকাশের মাধ্যমে রাষ্ট্র, সমাজ, মানব কল্যাণসহ দেশের উন্নয়নে ব্যাপক পরিবর্তন আসে বা গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে থাকে। অপরদিকে বলা যায়, একটি দেশের খুঁটিই সেদেশের সংবাদপত্র। একজন সংবাদকর্মী জীবনের মায়া ত্যাগ করে, জীবনের ঝুঁকি নিয়ে দেশ ও জাতির উন্নয়নের কথা বিবেচনা করে নির্ভিকভাবে বড় বড় ক্রাইম সংবাদ পত্রিকার মাধ্যমে তুলে ধরেন। আবার দেখা যায় এ জাতীয় সংবাদ প্রকাশের কারণে দেশের মেধাবী ভাল ভাল কলম সৈনিক তারা অকাতরে জীবন দিয়ে প্রমাণ করে গেছে যে তারা নির্ভিক উদ্যম সাহসী। তেমনি উপজেলা প্রেসক্লাব উখিয়ার সকল সংবাদিকদের লক্ষ্য উদ্দেশ্য অসহায় ও গণমানুষের মানুষের পাশে থাকা। এরই লক্ষ্যে উপজেলা প্রেসক্লাব উখিয়ার পুর্ণাঙ্গ কমিটি আত্মপ্রকাশ করল। কমিটির সদস্যরা যথাক্রমেঃ

১। সভাপতি- মোহাম্মদ মিজান উর রশীদ মিজান। সম্পাদক দৈনিক আলোকিত উখিয়া, নির্বাহী সম্পাদক ওয়ান নিউজ ডট কম ডট বিডি।

২। সহ সভাপতি- এম আবুল কালাম আজাদ। এশিয়া বার্তা, দৈনিক আলোকিত উখিয়া (ষ্টাপ রিপোর্টার)।

৩। সাধারণ সম্পাদক- মুসলেহ উদ্দিন। দৈনিক আলোকিত বাংলাদেশ, দৈনিক রুপালী সৈকত,( উখিয়া প্রতিনিধি ) সম্পাদক সীমান্ত বাংলা ডট কম।

৪। যুগ্ন সাধারণ সম্পাদক- মোঃ জসিম উদ্দিন আজাদ। ( সম্পাদক বয়েস বক্স ডট কম, পরিচালক দৈনিক আলোকিত উখিয়া)

৫। অর্থ সম্পাদক- শরীফ আজাদ। ( পরিচালক দৈনিক আলোকিত উখিয়া )

৬। সাংগঠনিক সম্পাদক- মোহাম্মদ জামাল উদ্দিন। (পরিচালক দৈনিক আলোকিত উখিয়া)

৭। সহ- সাংগঠনিক সম্পাদক- ইকবাল বাহার চৌধুরী। (পরিচালক দৈনিক আলোকিত উখিয়া)

৮। দপ্তর সম্পাদক- শাকুর মাহমুদ চৌধুরী। দৈনিক সৈকত, পরিচালক দৈনিক আলোকিত উখিয়া)

৯। প্রচার ও প্রকাশনা সম্পাদক- তানভীর শাহরিয়ার। (উখিয়া নিউজ টুডে বার্তা সম্পাদক, পরিচালক দৈনিক আলোকিত উখিয়া)

১০। সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক- মিছবাহ উদ্দিন আজাদ। (ভয়েস কক্স ডট কম, পরিচালক দৈনিক আলোকিত উখিয়া)

১১। সাহিত্য সাং®কৃতি ও পাঠাগার বিষয়ক সম্পাদক- মরজান আহাম্মদ চৌধুরী। ( দৈনিক হিমছড়ি ষ্টাপ রিপোর্টার )

১২। সমাজকল্যাণ সম্পাদক – সবুজ বড়–য়া। (পরিচালক দৈনিক আলোকিত উখিয়া, বাংলা সময় ডট কম, সিএসবি২৪ ডট কম উখিয়া প্রতিনিধি)

১৩। নির্বাহী সদস্য- জাহাঙ্গীর আলম ( দৈনিক আমাদের কক্সবাজার, দৈনিক আমার সংবাদ উখিয়া প্রতিনিধি )

১৪। নির্বাহী সদস্য- আবছার উদ্দিন শান্ত। ( দৈনিক আপন কন্ঠ, দৈনিক প্রাইভেট ডিডেক্টটিভ উখিয়া প্রতিনিধি )

১৫। নির্বাহী সদস্য- আশিকুর রহমান আশিক। (ভয়েস কক্স ডট কম, বিডি নিউজ ২৪ ডট কম, পরিচালক দৈনিক আলোকিত উখিয়া)

১৬। নির্বাহী সদস্য- রহমত উল্লাহ। (পরিচালক দৈনিক আলোকিত উখিয়া)

১৭। সদস্য- এড. আমির তাহের উদ্দিন মানিক ( পরিচালক দৈনিক আলোকিত উখিয়া )

১৮। সদস্য- এড. রবীন্দ্র দাশ রবী (পরিচালক দৈনিক আলোকিত উখিয়া)

১৯। সদস্য- মোঃ দুলাল মিয়া। (পরিচালক দৈনিক আলোকিত উখিয়া, ওয়ান নিউজ ডট কম ডট বিডি উখিয়া প্রতিনিধি)

২০। সদস্য- এম বশর চৌধুরী (দৈনিক দিনকাল)

২১। কপিল উদ্দিন আনু ( দৈনিক জনতা উখিয়া প্রতিনিধি )

২২। সদস্য- ডাঃ শহীদুল ইসলাম (পরিচালক দৈনিক আলোকিত উখিয়া)

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.