উখিয়াতে পৃথক অভিযানে বালিভর্তি মিনিট্রাক আটক

ছবি আছে

মোঃ নেজাম উদ্দিন,
কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন স্থানে বালুখেকোদের বিরুদ্ধে সাড়াশি অভিযান চালিয়ে বালু ভর্তি ২টি মিনিট্রাক (ডাম্পার) আটক করেছে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জ। শুক্রবার (২৪সেপ্টেম্বর) প্রথমে থাইংখালী বিট এলাকায় অভিযান চালিয়ে তেলখোলা এলাকায় সংরক্ষিত পাহাড় কেটে বালি উত্তোলনকালে অভিযান চালিয়ে বালি ভর্তি একটি মিনিট্রাকসহ চালককে আটক করা হয় বলে বিট কর্মকর্তা রাকিব হোসেন জানান।ডাম্পার গাড়ির মালিক থাইংখালী এলাকার মমতাজ বলে জানা গেছে।
একইদিন রাত ১০টার দিকে উখিয়া রেঞ্জ এর অধিনে হলদিয়াপালং বিটের ক্লাসটার পাড়া এলাকার রক্ষিত বনভূমির পাহাড়ের মাটি কেটে পরিবহণ কালে আরেকটি মিনিট্রাক আটক করা হয়। যার গাড়ির নং চট্রমেট্রো ১১-৪২৪৩। এসময় পাহাড়কাটার সরঞ্জাম জব্দ করা হয়।
জব্দকূত মালামাল ও গাড়ি রেঞ্জ অফিসের সরকারী হেফাজতে নিয়ে আসা হয় বলে জানা যায়। অভিযানে নেতৃত্ব দেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমসহ সংশ্লিষ্ট বিট কর্মকর্তা ও সঙ্গীয় ফোর্স।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন,বন ও পরিবেশ রক্ষায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ। বনখেকোরা যতবড় শক্তিশালী হোক না কেন আমার তাদের রুখে দিব। জব্দকৃত বালি ও ডাম্পার গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই অভিযান অব্যাহত থাকবেন।

 

 

 

 

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.