ঈদগাঁওতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মোঃ কাউছার ঊদ্দীন শরীফ, ঈদগাঁওঃ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম ।

গত ১৭ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারী পর্যন্ত বর্ণিত উপজেলার বিভিন্ন ইউনিয়নের এলাকায় এ কম্বল বিতরণ করা হয ।

জানা যায়, ঈদগাও সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম বৃহত্তর ঈদগাঁওয়ের ইসলামপুর, ইসলামাবাদ ও ঈদগাও ইউনিয়নের বিভিন্ন এলাকার ৯শত দরিদ্র লোকজন কে কম্বল বিতরণ করেন। এ সময় চেয়ারম্যানের সাথে দলীয় নেতা কর্মী সহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন ।

শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে চেয়ারম্যান আবুল কালাম বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.