ঈদগড়ে শতবর্ষী মাদারট্রি কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা

কক্সবাজার উত্তর বন বিভাগ

মোঃ নেজাম উদ্দিন, কক্সবাজারঃ
কক্সবাজারের রামুর ঈদগড়ে থোটারবিল এলাকায় শতবর্ষী ৬টি মাদারট্রিসহ সামাজিক বনায়নের কেটে ফেলেছে দূর্বত্তরা।
গত শুক্রবার(২৬মে)রাতের আধারে স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমানের নেতৃত্বে এই গাছগুলো কাটা হয় বলে জানা যায়।ইউপি সদস্য মিজানুর রহমানের সাথে হেড়ম্যান আতর আলী ও মৃত নুরুল আলমের ছেলে নুরুল ইসলামও এই গাছ কাটার সাথে জড়িত বলে জানা যায়।
বনবিভাগ সূত্রে জানাযায়,কক্সবাজার উত্তর বনবিভাগের ঈদগড় রেঞ্জের তুলাতলী বিটের টোটারবিল এলাকায় রাতের আধারে বেশ কয়েকটি বিভিন্ন প্রজাতির গাছ কাটা হয়েছে । বনবিভাগ এব্যাপারে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান। এদিকে ঘটনা ধামাচাপা দিতে ও গাছ কাটা প্রমাণ যেন করতে না পারে গাছের গোড়ায় আগুন ধরিয়ে দেওয়া হয় যেন চিহ্ন না থাকে।

ঈদগড় রেঞ্জ কর্মকর্তা কামরুল হাসান জানান, বিভিন্ন মাধ্যমে জানতে পারি তুলাতলী বিটের টোটারবিল এলাকায় মাদারট্রিসহ বেশ কয়েকটি গাছ কাটা হয়েছে । আমি সরেজমিনে গিয়েছি । জানতে পেরেছি এই গাছ কাটার কাজে স্থানীয় ঈদগড় ইউনিয়নের ৭ নং ইউপি সদস্য মিজানুর রহমান জড়িত । আরো তদন্ত করে যারা গাছ কেটেছে তাদের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে অভিযুক্ত এমউপি মিজানুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই গাছ আমি কাটিনি । আমার নির্বাচনী প্রতিদন্ধী আমাকে ফাঁসানোর জন্য এসব করেছে । আশা করবো সুষ্ট তদন্তের মাধ্যমে বনবিভাগ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকার বলেন, গাছ খেকোদের আমরা কোনভাবেই ছাড় দিব না । তারা পরিবেশ নষ্ট করছে । সেই যেই হোক গাছ কর্তনকারিদের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.