ইব্রাহিমোভিচের জোড়া গোলে জয় পেলো ম্যানইউ
ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেলো ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার ইব্রাহিমোভিচের জোড়া গোলে ওয়েস্ট ব্রমউইচকে ২-০ ব্যবধানে হারিয়েছে ইউনাইটেড।এটি দলের টানা তৃতীয় জয়।
আক্রমণাত্মক হয়ে খেলতে থাকা ম্যানইউকে পঞ্চম মিনিটেই এগিয়ে নেন ইব্রাহিমোভিচ। জেসে লিনগার্ডের অসাধারণ ক্রসে হেড দিয়ে বল জালে জড়ান এই তারকা।
ম্যাচের ৫৬ মিনিটে বক্সের ঠিক বাইরে রুনির কাছ থেকে বল পেয়ে দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন সুইডিশ এই তারকা। বাকি সময় আর গোল না হলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মরিনহোর শিষ্যরা।
দিনের অপর ম্যাচে দিয়েগো কস্তার একমাত্র গোলে ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে চেলসি। আর স্টোক সিটির সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করেছে লেস্টার সিটি।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.