মোঃ নেজাম উদ্দিন,
কক্সবাজারের ইনানীতে পাহাড় কাটার সময় দুজনকে আটক করেছে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের ইনানী রেঞ্জ।
গত শুক্রবার (৮এপ্রিল) তাদের আটক করা হয় বলে বনবিভাগ সুত্রে জানা গেছে।
বনবিভাগ সুত্রে জানা গেছে,ইনানী রেঞ্জের রাজাপালং বিটে সকালে রাজাপালং বিট কর্মকর্তা ও স্টাফ সহকারে নিয়মিত টহলকালিন সময় কিছু লোকজনের আনাগোনা দেখে নিকটবর্তী ঘটনাস্থলে গেলে দেখতে পায় ৯/১০ দুস্কৃতিকারী কোদাল ও বেলচা দারা পাহাড়ের মাটি কাটছে । তাদের হাতে-নাতে ধরতে গেলে বনবিভাগের সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালাতে গেলে পিছু ধাওয়া করে মৃত নুর মোহাম্মদ এর ছেলে মীর আহম্মদ ও মোজাহের মিয়ার ছেলে লাল মিয়া নামের দুজন পাহাড় খেকোকে আটক ও নিয়মিত মামলা করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান। অভিযানে নেতৃত্ব দেন ইনানী রেঞ্জ কর্মকর্তা তোসাদ্দেক হোসেন ও সঙ্গীয় ফোর্স ।
ইনানী রেঞ্জ কর্মকর্তা তোসাদ্দেক হোসেন জানান, বনরক্ষায় আমরা সদা প্রস্তুত। সম্প্রতি রাজাপালং এলাকায় আমাদেও অগোচওে কিছু পাহাড় কাটা হয়েছে। আমরা জানতে পেওে ঘটনাস্থল থেকে পাহাড় কাটার সময় দুজনকে আটক কওে বর্তমানে জেল হাজতে প্রেরণ করেছি। বনখেকো ও পাহাড়খেকোদেও বিরোদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে
স্থানীয়সুত্রে জানা গেছে জালিয়াপালং ও রাজাপালং বেশ কয়েকটি এলাকায় নির্বিচারে পাহাড় কাট শুরু করেছে পাহাড় খেকোরা। স্থানীয় বনবিভাগ পাহাড়খেকোদের থামাতে নিয়মিত টহল পরিচালনা করলেও তাদের চোখকে ফাকি দিয়ে পাহাড় কাটা চলমান রেখেছে বলে জানা যায়।
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সরওয়ার আলম জানান, বন ও পরিবেশ রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি । যারা বন ও পরিবেশ ধবংস করে তাদের বিরোদ্ধ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া পাহাড়কাট ও বনরক্ষায় আমাদেও টিম সবসময় কাজ করে যাচ্ছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.