সংবাদদাতাঃ
৭ ঘণ্টা পর শিমুলিয়া মাঝিকান্দি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। দুর্ঘটনা এড়ানোর জন্য মুন্সীগঞ্জের লৌহজং পদ্মা নদীতে আজ রাত ২ টার দিকে ঘন কুয়াশার কারণে শিমুলিয়া মাঝির কান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল নয়টার দিকে সূর্যের আলো দেখা দিলে ঘন কুয়াশা কেটে গেলে নোঙ্গর করা ফেরি ঘাট এলাকায় প্রবেশ করে।
বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাট এর ব্যবস্থাপক ফয়সাল আহমেদ জানান রাত দুইটা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায় সকাল বেলা ৯ টার দিকে ঘন কুয়াশা কাটলে আবার ফেরি চলাচল শুরু হয় তবে ঘাট এলাকায় প্রায় তিন শতাধিক যানবাহন রয়েছে পারাপারের অপেক্ষায়। এই নৌরুটে ৪টি ফেরি চলাচল করছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.